বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিজ্ঞপ্তি » রাঙামাটিতে সন্ত্রাসীরা অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবির নিন্দা
রাঙামাটিতে সন্ত্রাসীরা অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবির নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটিতে সন্ত্রাসীরা অটোরিক্সা ছিনতাই ও চাঁদা দাবির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। আজ বৃহষ্পতিার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সংগঠনের জেলা সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গত ১৫ নভেম্বর তারিখ নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক স্থান থেকে চালকসহ একটি অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায় অস্ত্রধারীরা। পরে চালককে ছেড়ে দিলেও অটোরিক্সা ফেরত দেয়নি সন্ত্রাসীরা। ঘটনার চার দিন পার হতে চললেও প্রশাসন ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করতে না পারায় উদ্বেগ জানান নেতৃবৃন্দ।
অবিলম্বে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রসীদের গ্রেফতার এবং অটোরিক্সা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়াও পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজদের রুখতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চালাতে সরকারের কাছে দাবি জানানো হয় নাগরিক পরিষদের পক্ষ থেকে।