সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে মাতৃভাষা দিবসে বিএনপি’র আলোচনা সভা
ঝিনাইদহে মাতৃভাষা দিবসে বিএনপি’র আলোচনা সভা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৷ রোববার সকাল ১১টায় কেপিবসু সড়কস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ্যাড. এস.এম.মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, জলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম-সম্পাদক এম.এ.মজিদ, উপজেলা বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, কৃষক দলের জেলা আহ্বায়ক আনোয়ারম্নল ইসলাম বাদশা, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ৷ বক্তরা বলেন,সকল আন্দোলন সংগ্রামের প্রেরণার উত্স বায়ান্ন’র ভাষা আন্দোলন৷ এরই ধারাবাহিকতায় ৬৭, ৭৯, একাত্তরেরর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ সকল আন্দোলনে সফলতা এসেছে৷ এপর্যনত্ম কোন গণতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হয়নি৷ শেখ হাসিনা একদলীয় শাসন বিরোধী আন্দোলনও ব্যর্থ হবে না৷ তিনি একুশের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ৷ অপরদিকে শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে জেলা বিএনপি’র উদ্যোগে শোভাযাত্রাসহ ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়৷ এ সময় এড এস এম মসিয়ার রহমান, এড মুন্সি কামাল আজাদ পাননু ও আনোয়ারম্নল ইসলাম বাদশাসহ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷