![পার্বত্য জেলা পরিষদ আইন সংস্কারের দাবিতে স্মারকলিপি](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/5233-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ২১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ধর্মসূখ বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব
ধর্মসূখ বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বাইন্দক পাড়া ধর্মসূখ বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে কঠিন চিবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন বিহার থেকে আগত বিহারাধ্যক্ষগণ সম্মিলিত ভাবে গঠিত ভিক্ষু সংঘ হতে পঞ্চশীল গ্রহন, সকল জীবের হিতার্থে সমবেত ধর্মীয় দেশনা শ্রবণ করা হয়। এছাড়া স্থানীয় নৃত্য শিল্পীদের কল্পতরু নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একইভাবে পঞ্চশীল গ্রহন, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান ও চিবর দান করা হয়। বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় আগত ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা ও সুত্রপাঠ করেন।
বৌদ্ধদের মতে, পৃথিবীর সকল প্রকার দান একত্র করলে তার যে ফল তা একখানি চীবর দানের ফলের ষোলো ভাগের এক ভাগও নয়। তাই বৌদ্ধদের জন্য চীবর দানের গুরুত্ব অপরিসীম।