রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে নারী প্রতিবন্ধ কর্মশালা
আলীকদমে নারী প্রতিবন্ধ কর্মশালা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে নারী প্রতিবন্দি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ ঘটিকায় দামতুয়া হলরুমে কারিতাস এসডিডিবি প্রকল্পের আওতায়, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের সার্বিক সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শৈসামং ম্রো মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন।
সভায় অতিথিরা প্রতিবন্ধিরা কখনোই আমাদের সমাজের বোঝা নয়। বরং প্রতিবন্ধিদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে যতাযোগ্য প্রশিক্ষনের মাধ্যমে তাদেরকে আমাদের সম্পদে রুপান্তরিত করতে হবে। এতে প্রতিবন্ধিদের সকল সময় সার্বিক সহযোগীতার আশ্বাসদেন অতিথিরা। কারিতাসের ইউনিয়ন এনিমেটর বাজেরুং ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি সংবাদিক হাসান মাহমুদ। এছাড়াও অন্যান্যদের মধ্যে কারিতাস চট্টগ্রাম অঞ্চলের প্রোগাম অফিসার মৃদুল কর্মকার, সংশ্লিষ্ঠ ইউপি মেম্বার, সমাজসেবা ও মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধ ও আলীকদম উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত আটজন প্রতিবন্দি শিক্ষার্থী যোগদান করেন।