![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৬ষ্ঠ দিনেও কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
গাজীপুরে ৬ষ্ঠ দিনেও কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার।। সারাদেশে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবী ও গ্রেড পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ঘোষিত সারাদেশে ১৫ দিন ব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসুচী চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ আজ ২২ নভেম্বর রবিবার টানা ৬ষ্ঠ দিনের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।
এ সময় সেখানে বাকাসসের গাজীপুর জেলা শাখার সভাপতি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাকাসসের গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আকরাম হোসেন, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এস. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আজাহারুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ উদ্দৌল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল বাসার, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিলকিছ লায়লা, সাবিনা সুলতানা ও আসমা আক্তার প্রমুখ।
বাকাসসের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস. এম রফিকুল ইসলাম বলেন, কালেক্টরেট সহকারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দেয়ার পরও অদ্যাবধি কালেক্টরেটে কর্মরত সহকারীদের পদবী ও গ্রেড পরিবর্তনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি। সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যোগদান করে ৫ বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান। আর সচিবালয়, হাইকোর্ট, সংসদ, নির্বাচন কমিশন, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগসমূহে ১৬তম গ্রেডে যোগদান করে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন।
গাজীপুরের ধীরাশ্রমে একমি ল্যাবরেটরিজ-এর পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
গাজীপুর :: গাজীপুর মহানগরের ধীরাশ্রম বাজারে অবস্থিত ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পল্লী চিকিৎসক সম্মেলন গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ জামাল উদ্দিন।
সম্মেলনে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের জীবনরক্ষাকারী বিভিন্ন ঔষধ সম্পর্কে আলোচনা করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের গাজীপুর জোনের এরিয়া ম্যানেজার মোঃ মজনু আলী।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মকবুল হোসেন, দি একমি ল্যাবরেটরিজ লিঃ-এর মেডিকেল রিপ্রেজেন্টিটিভ মোঃ আবদুল মালেক, মেডিকেল রিপ্রেজেন্টিটিভ মোঃ মাসুদ পারভেজ, সেলস্ রিপ্রেজেন্টিটিভ মোঃ মেহেদী হাসান, ডাঃ মোঃ ইদ্রিস আলী, ডাঃ মাওলানা মোঃ আজহারুল ইসলাম, ডাঃ হারিছুল হক গাজী, ডাঃ হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন, ডাঃ আজহার হোসেন ঢালী, ডাঃ ইসলাম হোসেন গাজীসহ ৩০জন পল্লী চিকিৎসক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ হাফেজ মাওলানা মোঃ ইয়াসিন।