রবিবার ● ২২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে জেলা পরিষদের পার্বত্য সচিবের মতবিনিময়
বান্দরবানে জেলা পরিষদের পার্বত্য সচিবের মতবিনিময়
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ন্যস্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২২ নভেম্বর সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন (উপসচিব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।
এসময় পার্বত্য সচিব বান্দরবান জেলা পরিষদের ন্যস্ত বিভাগ শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এতে করোনা কালীন সময়ে স্বাস্থ্য বিভাগ কিভাবে মোকাবেলা করেছেন তা পার্বত্য সচিবকে অবহিত করা হয়।
মতবিনিময় সভায় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, মোজ্জাম্মেল হক বাহাদুর, সিংয়ং ম্রো, ফিলিপ ত্রিপুরা, তিংতিং ম্যা মারমা প্রমূখ।