মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » গুনীজন » বীরমুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বীরমুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট, বীরমুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে সংবাদপত্র জগত এক গুণী সম্পাদক হারিয়েছে; দেশ হারিয়েছে এক কৃতি সন্তানকে। তাঁর মৃত্যুতে এক বড় শূন্যতা তৈরী হল।
বিবৃতিতে তিনি বলেন, গত প্রায় পাঁচ দশক ধরে তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে যুক্ত। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উল্লেখ করেন টেলিভিশন টকশোতেও তিনি তার যুক্তিগ্রাহ্য মননশীল চিন্তাচেতনার পরিচয় দিয়েছেন। তিনি উল্লেখ করেন সৎ, নির্লোভ, মৃদুভাষী ও বন্ধুবৎসল মুনীরুজ্জামান নানা ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি মুনীরুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।