সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » মাগুরায় নিরাপদ ও বিচক্ষন বালাইনাশক ব্যবহারের উপর প্রশিক্ষন কর্মশালা
মাগুরায় নিরাপদ ও বিচক্ষন বালাইনাশক ব্যবহারের উপর প্রশিক্ষন কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.৫৫মিঃ) মাগুরা ইছাখাদায় নিরাপদ ও বিচক্ষন উপায়ে বালাইনাশক ব্যবহারের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার বিকালে মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামে সাইফুল ইসলামের লিচু বাগানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে বিসিপিএ যশোর অঞ্চলের জেনারেল সেক্রেটারি ও মিমক্সে এগ্রোকেমিক্যালস্ এর ডি এস এম মোঃ দিপলুর রহমান (দিপু) প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডি এম ক্রপ কেয়ারের আর এস এম মোঃ আবুল কালাম আজাদ,ইউনি ক্রপ প্রটেকশনের আর এস এম মোঃ মেহেবুব হাসান, ইনতেফার এ এস এম মিঃ শহিদুল ইসলাম ও বায়োটেক লিঃ এর আর এস এম মিঃ হাসানুজ্জামান৷ কর্মশালায় এলাকার ৯৫জন কৃষককে প্রশিক্ষন প্রদান করেন পদ্মা এগ্রেস্প্রেয়ার্স লিমিটেডের ডি এস এম সফিউদ্দিন সফিক৷ পরে নিরাপদ উপায়ে কিভাবে পোশাক পরে বালাই নাশক স্প্রে করতে হয় তার উপর হাতে কলমে প্রশিক্ষন দেওয়া হয়৷