বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে কাল বিকাল ৩ টায় শাহবাগে প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করুন
অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে কাল বিকাল ৩ টায় শাহবাগে প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করুন
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ ও নারী-শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগে প্রগতিশীল নারী সংগঠনসমূহ আহুত প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়েই দেশকে ধর্ষক ও লম্পট মুক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে কেবল ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করা যাবে না। মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধ হয়নি। তারা উল্লেখ করেন ধর্ষক ও নারী নিপীড়কেরা অধিকাংশই রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থাকার কারণে এখনো তারা বেপরোয়া, বেশীরভাগ ধর্ষক নারী ও শিশু নিপীড়ক ও বলাৎকারীরার অধিকাংশ ক্ষেত্রে এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা উল্লেখ করেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় যেটুকু আইন আছে তারও বিশেষ কোন কার্যকারীতা নেই। রাষ্ট্র সমাজের নারি বিদ্বেষী পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নানাভাবে নারীরা নিপীড়িত ও নির্যাতিত হয়। আর সেই নারী যদি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির হয় তাহলে ধর্ষণ ও নিপীড়কের ক্ষেত্রে বিচার পাওয়ার সম্ভাবনা থাকে না। নেতৃবৃন্দ এ অবস্থার পরিবর্তনে শ্রেণী শোষণ ও পুরুষতান্ত্রিক নিপীড়নের বিরুদ্ধে এক সামাজিক জাগরণ বেগবান করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ ধর্ষণ, শিশু ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিদ্যমান আইনসমূহের উপযুক্ত প্রয়োগেরও আহ্বান জানান।