শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির রাইখালীতে সিএনজি উল্টে ১ কলেজ ছাত্রী নিহত : আহত-২
রাঙামাটির রাইখালীতে সিএনজি উল্টে ১ কলেজ ছাত্রী নিহত : আহত-২
রাজস্থলী প্রতিনিধি :: রাঙামাটি জেলায় কাপ্তাই উপজেলার রাইখালী - বাঙ্গালহালিয়া সড়কের পেয়ারা বাগান নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিক্সা উল্টে ঘটনাস্থলেই রাবানা চাকমা (১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রী নিহত হয়।
এ ঘটনায় দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
জানা যায়, নিহত কলেজ ছাত্রী বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ির এলাকার প্রিয়ব্রত চাকমার মেয়ে ।
আজ শুক্রবার ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া সংলগ্ন পেয়ারা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের আত্মীয় রাজস্থলী উপজেলার সাংবাদিক চাউচিং মারমা জানান, আমার ভাতিজা রাবানা রাজস্থলী কলেজ থেকে এইচএসসি পাস করছে। তার পরিবার বিলাইছড়ি এলাকায় থাকে। শিক্ষাগত সনদপত্র তুলতে বাঙ্গালহালিয়া এলাকার উদ্দেশ্যে দুপুরে রওনা করে সে। তবে শিক্ষাগত সনদপত্র নেওয়ার আগেই সব স্বপ্ন শেষ করে আমাদের থেকে চিরবিদায় জানিয়েছে সে। সে ঘাতক সিএনজি চালক প্রাণ কেড়ে নিলেন কলেজ পড়ুয়া ছাত্রীকে। গত কয়েকদিন আগে ও সিএনজি বাস মূখামুখি সংর্ঘষে ২৫ জন যাত্রী আহত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, নতুন নতুন সিএনজি চালক বৃদ্ধি বেপরোওয়া ভাবে গাড়ি চালায় এবং অদক্ষ চালক লাইসেন্সবীহিন রোড পারমিট ছাড়া অটো সিএনজি গাড়ি বেড়েই এই রোডে প্রতিদিন চলাচল করতে দেখা যায়।
স্থানীয়রা বলেন, এর দূর্ঘটনায় কারণ বেশি লাইসেন্সবীহিন অদক্ষ চালক বৃদ্ধি এবং রোড পারমিট ছাড়া ও কাগজবিহীন সিএনজি অটোরিক্সার সংখ্যা বেড়েই চলেছে।
এবিষয়ে চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালীর কারিগরপাড়া ও বাঙ্গালহালিয়ার মাঝামাঝি পেয়ারা বাগান এলাকায় এ ঘটনা দূর্ঘটনায় ঘটে। দ্রুত গতিতে এগিয়ে আসা সিএনজি অটোরিক্সা তার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে রাবানা চাকমা নিহত হয়। গুরুতর আহত অবস্থায় দুইজনযাত্রীকে উদ্ধার করে স্থানীয় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করানো হয়।
আহতরা বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে বলে হাসপাতালের কর্মরত ডাক্তার জানিয়েছে। আহতরা ইউনিয়নের ভালুকিয়া এলাকার পিতা ও পুত্র বলে জানা যায়।