সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে তৌহিদী জনতার সংবাদ সম্মেলন
বিশ্বনাথে তৌহিদী জনতার সংবাদ সম্মেলন
বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০মিঃ) সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবে সোমবার দুপুরে ‘তৌহিদী জনতার ব্যানারে’ কওমি উলামায়ে কেরামের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷ সংবাদ সম্মেলনে কওমি উলামায়ে কেরাম নেতা মাওলানা মুফতি রশীদ আহমদ’র পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন মাওলানা আবদুর রহমান ৷
লিখিত বক্তব্যে উপজেলার বাগিচা বাজারে গত শনিবার ‘বাহাছ’ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দাজ্ঞাপন করে কথিত সুন্নী নামধারাীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করা করা হয়৷ প্রশাসন কর্তৃক ‘বাহাছ’র অনুমতি না থাকার পরও এ নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের ফলে এলাকার শান্তি শৃংঙ্খনা বিনষ্ট হচ্ছে দাবি করে নেতৃবৃন্দ বলেন, নামধারী সুন্নীদের পক্ষ থেকে বাহাছের দাওয়াত সম্বলিত লিপলেট বিতরণ দেখে স্থানীয় ক্বওমী উলামাগণের পক্ষ হতে মাওঃ মুফতি রশীদ আহমদ ও মাওঃ আনহার উদ্দিনের আহবানে বাগিছা বাজার সংলগ্ন মাঠে ঈমান ও আকি্বদা বিনষ্টকারী এবং সমাজে চরম উত্তেজনা ও হানাহানি অপ্রপ্রচারের বিরুদ্ধে এক জরুরি প্রতিবাদ সভার আহবান করা ৷
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সভায় যোগদানের জন্য ময়নাগঞ্জ বাজারে অনুষ্ঠিত পরামর্শ সভায় উপস্থিত হয়ে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বিশ্বনাথ থানার ওসি আব্দুল হাইসহ স্থানীয় মুরব্বীরা কওমী উলামাদেরকে বলেন, বাগিছা বাজারে কোন বাহাছ নেই, প্রশাসন তাঁদেরকে বাহাছের কোন অনুমতি দেয়নি৷ তাই উপজেলার শানত্মি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনারা বাগিছা বাজারে যাবেন না৷ তাদেরকে শুধু মিলাদ মাহফিলের অনুমতি দেয়া হয়েছে ৷
মিলাদ কিয়াম পক্ষ সিলেট-২ আসনের সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর নাম ব্যবহার করে মিথ্যা ও নিজেদের (মিলাদ কিয়াম পক্ষ) ইচ্ছা মতো বক্তব্য উপস্থাপন করে কওমী উলামায়ে কেরামের বিরম্নদ্ধে অপ্রপ্রচার, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে৷ অথচ কথিত সুন্নী নামধারীরা সমাজে বিশৃঙ্খলার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের মিলাদ মাহফিলের ব্যানারে বাহাছের কোন উল্লেখ্যও ছিলনা ৷ আলহাজ্ব শফিকুর রহমান চৌধূরী ও প্রশাসনসহ সবাইকে অপমাণিত ও প্রতারিত করেছে তারা ৷ আমরা কথিত সুন্নী নামধারীদের দৃষ্টান্ত মূলক শাসত্মির দাবি জানাচ্ছি ৷
এসময় উপস্থিত ছিলেন মাওঃ রশিদ আহমদ, মাওঃ নূরম্নল ইসলাম, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ নূরম্নল হক, মাওঃ কবির উদ্দিন, মাওঃ আবদুর রহমান, মাওঃ আনহার উদ্দিন, ফয়জুর রহমান, মাওঃ আতিকুর রহমান, মাওঃ শহিদুল ইসলাম, ছালিক মিয়া মেম্বার, মাওঃ হাফিজ উদ্দিন, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ ফখরম্নল ইসলাম, শানুর হক, আবদুর রহমান, আবু রাউফি চৌধুরী, মাওঃ হোসাইন আহমদ, মাওঃ মাহবুবুর রহমান, মুফতি জয়নাল আবেদিন, মাওঃ মনসুর আহমদ, মাওঃ মোশাহিদ, মাওঃ রাসেল আহমদ প্রমুখ৷