শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য তিন জেলার উন্নয়নে সরকার খুবই আন্তরিক : পার্বত্য মন্ত্রী
পার্বত্য তিন জেলার উন্নয়নে সরকার খুবই আন্তরিক : পার্বত্য মন্ত্রী
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান :: সরকার পার্বত্য তিন জেলার উন্নয়নে খুবই আন্তরিক। এই অঞ্চলের পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠির উন্নয়নে বর্তমান প্রধান মন্ত্রী সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শুক্রবার ২৭ নভেম্বর বেলা ১১টায় লামা উপজেলায় ৪৬ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক জনসভায় তিনি এসব কথা বলা।
এসময় বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে লামা উপজেলা চত্বরে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এলজি আরডি সচিব মো. হেলালুদ্দিন আহমেদ,এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান।
এসময় সভায় লামার পৌর মেয়র মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার রেজা রশীদ প্রমূখ।
এর আগে মন্ত্রী এলজিইডি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়নাধিন ৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে উপজেলা প্রশাসনিক ভবন-হলরুম, ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা চেয়ারম্যানের বাসভবন, ১ কোটি ২৬ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবন নির্মান, ৫ কোটি ৫৪ লাখ ৭০ হাজার টাকা ব্যায়ে রাজবাড়ি-লামা-রুপসীপাড়া সড়ক পূনর্বাসন চেইনেজ ০০-৩১০ মি: নির্মান, সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নাধিন ১১কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে লামা বাজার থেকে লাইনঝিরি পর্যন্ত তিন কি:মি: রাস্তা উন্নয়ন, ১৩ কোটি টাকা ব্যায়ে গণপূর্ত বিভাগ কর্তৃক বাস্তবায়নাধিন লামা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পরে ৫৯ লাখ ২১ হাজার টাকা ব্যায়ে লামা মুক্তিযোদ্ধা স্মৃতি যাদুগার নির্মান কাজের উদ্বোধন, ৬৭ লাখ ৭২ হাজার টাকা ব্যায়ে লামামুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন, ৮৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যায়ে শীলেরতুয়া মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজের উদ্বোধন করেন। এছাড়া ২৭ লাখ টাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা-রুপসীপাড়া-অংহ্লাপাড়া রাস্তা উন্নয়ন, ২৫ লাখা টাকা ব্যায়ে লামা মিশনঘাট জামে মসজিদ উদ্বোধন, ২০ লাখ টাকা ব্যায়ে মাতামুহুরী কলেজ ডাইনিক হল-ওয়াশরুম নির্মান (বৈদ্যুতিক পাখা সরবরাহ) উদ্বোধন ও ৪০ লাখ টাকা ব্যায়ে কলেজের ছাত্রবাস উধ্বমূখী সম্প্রসারণ ও কলেজের অভ্যান্তরীণ রাস্তা উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ও এলজিআরডি সচিব।