শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে ব্রীকফিল্ডে সন্ত্রাসী হামলা
পানছড়িতে ব্রীকফিল্ডে সন্ত্রাসী হামলা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি ::খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে আর ডাব্লিউ এইচ ব্রীকফিল্ডে হামলা ও অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার ২৭নভেম্বর সকাল ১০টায় আর ডাব্লিউ এইচ ব্রীকফিল্ডের মালিক রফিকুল ইসলাম বাদলের বড় ভাই তাজুল ইসলাম এর নেতৃত্বে পানছড়ি এলাকার মনির হোসেন, জুয়েল, ভুট্টোসহ ৩০/৪০জন ব্রীকফিল্ডে হামলা চালায় বলে জানা গেছে।
ব্রিক ফিল্ডের মালামাল বহনকারী সাদ্দাম হোসেন ও ব্রীকফিল্ডের মাঝি নিখিল চাকমা বলেন, হঠাৎ করে কোন কারণ ছাড়াই তাজুল ইসলামসহ ৩০-৪০ জন লোক এসে কোন কাজ চলবেনা বলে ব্রীকফিল্ড বন্ধ করে দিতে বলেন।
তারা ম্যানেজারকে ধাক্কা দিয়ে ভেতরে ডুকে আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা নিয়ে যায়।
ব্রীকফিল্ড ব্যবসায় সম্পৃক্ত তৌহিদুল ইসলাম বলেন, সকালে ব্যবসা সংক্রান্ত কাজে ব্রীকফিল্ডে গিয়ে দেখি পানছড়ির ৩০/৪০ জন স্থানীয় লোকসহ কথাকাটি চলছে।
জানতে পারি বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে বিবাদমান সমস্যা নিয়ে এ হামলার ঘটনা ঘটে।
আর ডাব্লিউ এইচ ব্রিকফিল্ডের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে মালিকের বড় ভাই তাজুল ইসলামসহ পানছড়ির কিছু স্থানীয় লোকজন এসে ব্রীক ফিল্ড বন্ধ করে দিতে বলেন।
এক পর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে আলমারির তালা ভেঙ্গে ৩,৭০,৯৫০ টাকা নিয়ে যায়। লেবারদের ভয়ভীতি দেখানো হয়।
ঘটনার পর পরই এ বিষয়ে পানছড়ি থানায় ও মালিককে অবগত করা হয়েছে।