সোমবার ● ৩০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত
ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: ঝিনাইদহে ইটভাটার মাটি টানা ট্রাক্টর ট্রলি ও মোটর সাইকেলের সংঘর্ষে ২ নিহত হয়েছে। রবিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে মোটর সাইকেল চালক শাকিল আহম্মেদ (২৫) ও সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ুন আহম্মেদের ছেলে ট্রলি চালক শফিক উদ্দিন (৩০)। হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম জানায়, সদরের কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রলি চালক শফিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় মোটর সাইকেলের চালক শাকিল হোসেন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহে সরকারী কর্মচারীদের এ কেমন প্রতিবাদ
ঝিনাইদহ :: পত্রিকায় নিউজ প্রকাশিত হলে দায়িত্বশীল কৃর্তপক্ষ বিধি মোতাবেক প্রতিবাদ লিপি পত্রিকায় পাঠাবেন। সংক্ষুদ্ধ হলে আইনের আশ্রয় নিবেন এটাই নিয়ম। কিন্তু পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ স্বরুপ হাসপাতাল চত্বরে প্রতিবাদ সমাবেশ করে আলোচিত ও বিতর্কিত হলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা শিরিন লুবনা। এ নিয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা ও ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম শনিবার জানান, এ ভাবে সরকারী কর্তকর্তাদের প্রতিবাদ সমাবেশ করার এখতিয়ার নেই। জানা গেছে, করোনাকালীন সময়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হোটেলে না থেকেও ভুয়া বিল ভাউচার দেখিয়ে ৫৭ হাজার ৬০০ টাকা ও হোটেলে খাওয়া বাবদ ৯৬ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনায় প্রকাশিত বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। এই টাকা পকেটস্থ করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা শিরিন লুবনা। তিনি পত্রিকায় কোন প্রতিবাদ না দিয়ে শনিবার সকাল সাড়ে ১০ টায় হাসপাতাল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা শিরিন। কথিত এই সমাবেশে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা শিরিন লুবনা উপস্থিত হননি। তিনি পর্দার অন্তরালে থেকে কলকাঠি নাড়েন। সমাবেশে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুলতান আহমেদ বক্তব্য দেন সমাবেশের সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা হোটেলে থাকা চিকিৎসক-নার্স অবস্থান করেছেন এমন কাউকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ কেও এগিয়ে আসেন নি। আরো জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা শিরিন লুবনা স্বাক্ষরিত একটি চিঠি প্রতিবাদ সমাবেশের চিঠি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। এক ঘন্টা পর চিঠির ভাষা পরিবর্তন করে নতুন করে চিঠি দেওয়া হয়। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের ব্যানার নিয়ে দাড়ানোর সময় অনেক উৎসুক জনতা বলতে থাকেন সরকারী টাকা ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করে এখন প্রতিবাদ ! একেই বলে “চোরের মায়ের বড় গলা”। এ বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম বলেন, আমি শুনেছি সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। প্রতিবাদ সমাবেশের বিষয়টি আমি জানিনা।
বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ’র নামের সড়কের নামকরণ
ঝিনাইদহ :: স্বাধীনতা চলাকালে ঝিনাইদহের মহকুমা পুলিশ অফিসার ও মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদাণকারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নামে একটি সড়কের নামকরণ করে সম্মননা প্রদাণ করা হয়েছে। রোববার শহরের চাকলাপাড়ার একটি সড়কের উদ্বোধন করেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ’র। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায়, বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ঝিনাইদহের অবদানসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।
প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ :: সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি প্রদাণ ও শিক্ষকদের এমপিও ভুক্তি করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলার শাখার নেতৃবৃন্দসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ শফি, সহ-সভাপতি গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসলাম হোসেনসহ অন্যান্যরা। বক্তারা, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়ন প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এর সাথে জড়িত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তি করণের দাবি জানান।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহাদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বিশ^াস, প্রচার সম্পাদক খান জাহান আলী, সদর থানা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফয়সালসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ :: প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ ১১ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার শহরের পায়রা চত্ত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ ঝিনাইদহ জেলা শাখা এ আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ শফি, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ফারহানা মুর্শিদা, সহ-সাধারন সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, অর্থ-সম্পাদক নার্গিস আক্তার, প্রচার সম্পাদক সালমা খাতুন, সদস্য কবির উদ্দিন, তোফাজ্জেল হোসেন, রেশমা রহমান, রিজভী আহমেদ ও আব্দুল হান্নান। বক্তারা, প্রতিবন্ধীতা সম্পর্কিত সম্মিলিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধা প্রদান নিশ্চিত, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সকল বিদ্যালয়ের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ি বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ নিশ্চিত করা সহ ১১ দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করেন। মানববন্ধনে জেলার ৬ উপজেলার সকল শিক্ষক কর্মচারীরা অংশ নেয়।
ঝিনাইদহে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
ঝিনাইদহ :: মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্ট। রোববার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধকালীন ঝিনাইদহের এসডিপিও বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদুত এম শহীদুল ইসলাম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সরকারী কমিশনার (ভূমি) খান মো: আব্দুল্লা আল মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম বিশ্বাস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, জিপি এ্যাড. বিকাশ কুমার ঘোষ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রোববার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। এতে জেলার ৬ উপজেলার ভলিবল দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা দল।