সোমবার ● ৩০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দোবাকাবা-নভাঙায় ক্যাম্প নির্মান বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
দোবাকাবা-নভাঙায় ক্যাম্প নির্মান বন্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি :: দোবাকাবা-নভাঙা সমাজ পরিচালনা কমিটির সদস্য উষাতন চাকমা গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ৩০ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় দোবাকাবা-নভাঙা এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন কাজ বন্ধের দাবিতে রাঙামাটি শহরের ডিসি অফিসের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।
এক ঘন্টা স্থায়ী মানববন্ধনে বক্তব্য রাখেন জায়গার মালিক অরুণ বিকাশ চাকমা, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য পাইক্রামা মারমা, গ্রামবাসী নলীন কুমার চাকমা, চন্দ্র কুমার চাকমা ও ছায়ারাণী চাকমা।
বক্তারা অবিলম্বে দোবাকাবা-নভাঙা এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের কাযক্রম বন্ধের দাবি জানিয়ে বলেন, সেখানে কোন সময় সন্ত্রাসী ঘটনা ঘটেনি, তাই ক্যাম্প স্থাপনের কোন প্রয়োজন নেই।
নির্মানাধীন ক্যাম্পের জমির মালিক অরুণ বিকাশ চাকমা তার জায়গা থেকে আর্মিদের চলে যাওয়ার দাবি তুলে বলেন, ‘আমার জায়গায় ক্যাম্প হোক তা আমি চাই না। এখানে আমি অনেক কষ্ট করে গাছ বাঁশের বাগান করেছি। অথচ এখন আমি সেখানে প্রবেশ করতে পারছি না।’
পাইক্রামা মারমা বলেন, ‘তোমরা (আর্মিরা) থাকলে আমরা চলাফেরা করতে ভয় পাই।’
বক্তারা আরও বলেন যে, তাদের এলাকায় ক্যাম্প হলে তারা বনে ও ছড়ায় (নদীতে) প্রবেশাধিকার থেকে বঞ্চিত হবেন এবং এতে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। তারা নদীর পানি ব্যবহার করে গাছ-বাঁশ বাজারে নিতে পারবেন না। ফলে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড হুমকির মুখে পড়বে।
তারা অবিলম্বে উল্লেখিত জায়গায় বেদখল করে থাকা সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেয়ার দাবি জানান।