মঙ্গলবার ● ১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » চিনিকাল বন্ধের অশুভ পায়তারা থেকে সরে আসুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
চিনিকাল বন্ধের অশুভ পায়তারা থেকে সরে আসুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে লোকসানের অজুহাতে চিনিকল বন্ধের পায়তারা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন ভুলনীতি, দুর্নীতি ও অব্যবস্থাপনার সমাধান চিনিকল বন্ধ করে দেয়া নয়। তিনি সরকারি চিনিকলগুলোর শ্রমিক কর্মচারীদের বকেয়া পরিশোধ করে সারাবছর মিলগুলো চালু রাখার দাবি জানিয়েছেন। একই সাথে তিনি আখ চাষীদের বকেয়া পরিশোধ ও নতুন মওসুমে চাহিদামাফিক আখ চাষে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাসহ কার্যকরি পদক্ষেপ নেবারও আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আখ চাষ ও চিনি উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৩০ লক্ষ মানুষ জড়িত। অথচ আখচাষীরা সরকারের প্রয়োজনীয় সহযোগিতা থেকে বঞ্চিত। সময়মত বণ্ড না হওয়ায় আখ চাষে চাষীরা আগ্রহ হারিয়ে ফেলছেন; সময়মত সার, কীটনাশকসহ কৃষি উপকরণ পাওয়া যাচ্ছে না। তিনি উল্লেখ করেন আধুনিকায়ন না হওয়ায় উৎপাদনও ক্রমে হ্রাস পাচ্ছে। অদূরদর্শী পদক্ষেপের কারণে চিনিকলে ঋণও বেড়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার চিনিকলের ঋণ মওকুফ করণে লোকসান কমিয়ে এনে সমগ্র চিনি শিল্পের পুনরুজ্জীবন করা সম্ভব। তিনি বলেন, কায়েমী স্বার্থবাদী গোষ্ঠির চক্রান্তেও চিনিকলগুলো বিপর্যস্ত হয়ে পড়ছে।
বিবৃতিতে তিনি চিনিকলগুলো বেসরকারীকরণের পায়তারা বন্ধ করে চিনিকলসহ সমগ্র চিনি শিল্পের আধুনিকায়ন, বহুমুখী প্রকল্প গ্রহণ, চিনি শিল্পের সাথে সম্পর্কিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণসহ নানা বাস্তবমুখী কার্যকরি ব্যবস্থা নেবার আহ্বান জানান। তিনি সমগ্র চিনিশিল্পের পুনরুজ্জীবনের জন্য একটি বিশেষ কমিশন গঠনেরও আহ্বান জানান।