সোমবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৪ দিনব্যাপী ঘুনন্দন চৌধুরীর ৩৯০তম আবির্ভাব বার্ষিকী পালন
রাউজানে ৪ দিনব্যাপী ঘুনন্দন চৌধুরীর ৩৯০তম আবির্ভাব বার্ষিকী পালন
অামির হামজা,রাউজান প্রতিনিধি :: (২২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত১১.৫০মিঃ) দক্ষিণ রাউজানে ৪ দিন ব্যাপী ঐতিহ্যবাহি সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরীর ৩৯০তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব উদযাপন উপলক্ষ্যে শ্রী শ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মীয় আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়।
১৯, ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত মহোৎসবে সভাপতিত্ব করেন শ্রী শ্রী দশভুজা ও সাধক শ্রী শ্রী রঘুনন্দন চৌধুরী স্মৃতিসৌধ পরিষদের সভাপতি মৃদুল কান্তি দাশ। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন হাটহাজারীর পুন্ডরীক ধাম এর অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময় দাস ব্রহ্মচারী । আলোচক ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহম্মদ, ১১নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দীন আরিফ, এডভোকেট দীপক দত্ত, পরিমল কান্তি বিশ্বাস, আশুতোষ মহাজন, ক্যাপ্টেন রঞ্জন চৌধুরী, জ্যোতির্ম্ময় চৌধুরী কাজল, কানু রাম দাশ ও সত্যরঞ্জন দাশ প্রমুখ। মহোৎসবে সনাতনী সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ ভক্তদের সমাগম ঘটে।