বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » মোদী সরকারের বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ
মোদী সরকারের বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলনের সাথে বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ
ঢাকা :: কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে ভারতে কৃষি ও কৃষক বিরোধী মোদী সরকার প্রণীত তিনটি বিধান বাতিলের দাবিতে ভারতে গড়ে ওঠা কৃষক জাগরণের প্রতি বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে সমর্থন ও একাত্মতা ব্যক্ত করেছেন এবং বলেছেন লক্ষ লক্ষ কৃষকদের দিল্লীতে অবস্থান বিক্ষোভ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছে। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি কর্পোরেট সংস্থা ও তাদের উগ্র মুনাফালোভী বাণিজ্যের স্বার্থে যে সকল বিধি প্রণয়ন করা হয়েছে তা ভারতের কৃষি ও কৃষককে আরো বিপর্যস্ত করবে। ভারতে কৃষকদের দাবী হচ্ছে কৃষি পণ্যের লাভজনক মূল্য, কৃষি উপকরণের ভুর্তকী প্রদান এবং কৃষি পণ্যের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের অপ্রয়োজনীয় বিধি নিষেধ প্রত্যাহার করে কৃষি পণ্যের সহজলভ্য বাজারজাতকরণ। মোদী সরকার এই পথে না যেয়ে কর্পোরেট সংস্থা ও মধ্যস্বত্ত্বভোগীদের সুবিধা করে দিতে নতুন বিধি নিষেধ আরোপ করেছে।
নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যেই সরকারের এই কৃষি বিরোধী নানা বিধি নিষেধের কারণে রাজ্যে রাজ্যে বহু কৃষক ক্ষোভে দুঃখে ও হতাশায় আত্মহত্যা করেছে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে কৃষি ও কৃষক বিরোধী সকল বিধি নিষেধ প্রত্যাহার করার জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সকালে পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে অনুষ্ঠিত কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের এক সভায় উপরোক্ত দাবি জানানো হয়।
কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বর্তমান সমন্বয়ক বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ কৃষক সমিতি সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ কৃষক- খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ কৃষক ফোরাম এর কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।