শুক্রবার ● ৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনা সুজানগরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব
পাবনা সুজানগরে নিউমোনিয়ার প্রাদুর্ভাব
পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার সুজানগরে নিউমোনিয়ার প্রাদুর্ভার দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই এ রোগে আক্রান্ত ২/৪জন শিশু-কিশোর সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি হচ্ছে। এদের মধ্যে অনেকে আবার স্থানীয় পল্লী চিকিৎসকদের নিকট চিকিৎসাধীন আছে বলেও জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে নিউমোনিয়ায় আক্রান্ত অর্ধশত শিশু-কিশোর ভর্তি হয়েছে। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি হয়েছে ২০জন শিশু। ওই সব শিশুদের স্বাস্থ্য কমপ্লেক্সর শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন শিশুরা ভাল আছেন বলে শিশুদের অভিভাবকরা জানান। তবে যে সকল শিশুরা স্থানীয় পল্লী চিকিৎসকদের নিকট চিকিৎসাধীন আছে তাদের মধ্যে ২/৪জন বেশ অসুস্থ বলে উপজেলার ভাটপাড়া গ্রামের ভুক্তভোগী অভিভাবক সিহাব মোল্লা জানান।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা সেলিম মোরশেদ বলেন, এ বছর ঠন্ডা জনিত নিউমোনিয়া রোগীর সংখ্যা অনেক কম। বিশেষ করে চলতি শীত মৌসুমে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার ভয়ে শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মাস্ক ব্যবহার করায় অন্যান্য বছরের তুলনায় এ বছর নিউমোনিয়া রোগীর সংখ্যা একদমই কম।