সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্যকরী বছরের নির্বাচন কাল
চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্যকরী বছরের নির্বাচন কাল
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্টাফ অ্যাসোসিয়েশনের ২০২১-২০২১ কার্যকরী বছরের নির্বাচন আগামীকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার. অনুষ্ঠিত হবে। এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দীন-বিশ্বজিৎ ভট্টাচার্য্য আনারস প্রতীক নিয়ে এবং সুকোমল বিকাশ শীল-মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু ছাতা প্রতীক নিয়ে পৃথক দুই প্যানেলে নিবার্চনে প্রতিদ্বন্ধিতা করছেন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মঙ্গলবার বেলা ১২.টা থেকে বিকাল ৩.টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এইবার ৪০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
২০২১-২২ কার্যকরী বছরের নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ রাসেল হলের প্রভোস্ট ও মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব হুমায়ূন কবির, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) জনাব মোহাম্মদ ফজলুর রহমান এবং প্রকৌশল দপ্তরের সিনিয়র টেকনিশিয়ান ও কর্মচারী ক্লাবের সাবেক সভাপতি জনাব মো. বেলায়েত হোসেন দায়িত্ব পালন করছেন।
এবারের স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মো. জামাল উদ্দীন-বিশ্বজিৎ ভট্টাচার্য্য প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মো. আজিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক আল ফাহাদ খান, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক মোহাম্মদ ছাবের, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী, ধর্ম সম্পাদক মোহাম্মদ রাসেল, সমাজকল্যাণ সম্পাদক মো. ফারুক, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদিকা কুলসুমা বেগম এবং নির্বাহী সদস্য পদে মো. সফিকুর রহমান, মো. রাশেদুল ইসলাম, মো. জিহাদ বিশ্বাস, মো. সফিকুল ইসলাম ও মো. হাসান নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।
অন্যদিকে ছাতা প্রতীক নিয়ে সুকোমল বিকাশ শীল-মোহাম্মদ হাবিবুল ইসলাম মিলু প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে মো. আবদুল মজিদ, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাবুল চন্দ্র দাশ, যুগ্ম-সম্পাদক মো. ইসহাক মিজি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল কাদের, অর্থ সম্পাদক তপন দে, দপ্তর সম্পাদক তপন দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিটন কুমার দাশ, ধর্ম সম্পাদক সৈয়দ মুহাম্মদ ফজলুল হক, সমাজকল্যাণ সম্পাদক মো. আবুল হোসেন, ক্রীড়া সম্পাদক সুব্রত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক মো. শরীফ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাকিলা সুলতানা এবং নির্বাহী সদস্য পদে প্রভাত বড়ুয়া, আবুল কাসেম খোকন, মো. আমির হোসেন, মো. আবুল হাশেম এবং মো. রফিকুল ইসলাম (রতন) নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন।