সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে ইয়াবা’সহ আটক-২
নাইক্ষ্যংছড়িতে ইয়াবা’সহ আটক-২
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪হাজার ৮৭০ পিচ ইয়াবা’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাচারের সময় ইয়াবাসহন২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটকৃতরা হলেন- মোঃ ছলিম (৪২) ও ইলিয়াস (২২)। এরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যম্পে অবস্থানরত বাসিন্দা। আটকদের কাছ থেকে ৪হাজার ৮৭০ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ইন্সপেক্টর বিল্লাহ আহমদ সিকদার জানান, আটকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা বাজার মূল্য আনুমানিক প্রায় দশ লাখ টাকা।
বান্দরবানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামীগের বিক্ষোভ মিছিল
বান্দরবান :: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদ বান্দরবানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার পৃথক পৃথক ভাবে এই কর্মসূচী পালন করে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীরা। আজ রোববার সন্ধ্যায় ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এসময় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। জেলা ছাত্রলীগ সভাপতি কাউসার সোহাগ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কাউন্সিলর অজিত কুমার দাশ, কেন্দ্রিয় ছাত্রলীগ নেত উসিংহাই রবিন বাহাদুর, আশীষ বড়–য়া, সাইফুদ্দিন মো: হারুন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।
এদিকে একই দাবীতে বিকেলে জেলা যুবলীগ আহ্বায়ক কেলু মং মারমার নেতৃত্বে নাইক্ষ্যংছড়িতে এবং জেলা শ্রমিকলীগ সভাপতি প্রজ্ঞাসার বড়–য়া পাপনের নেতৃত্বে বান্দরবান সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শ্রমিকলীগের কর্মসূচীতে অংশ নেন জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।