সোমবার ● ৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখাসহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।
জাতীয় শ্রমিকলীগ মাটিরাঙ্গা উপজেলার শাখার সভাপতি মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল আহমেদ ও পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।
উপজেলা ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভপতি মোঃ হারুনুর রশিদ ফরাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল ও সাধারন সম্পাদক আবু তালেব প্রমুখ।
সভায় বক্তারা, স্বাধীনতা যুদ্ধে পরাজিতরাই উদ্দেশ্যমুলকভাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভারচুরের সাথে জড়িত বলে অভিযোগ করেন। এবং যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে মন্তব্য করে বলেন দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের মুর্তি থাকা সত্বেও সে সব মুর্তি সম্পর্কে কোন কথা না বলে কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে কটুক্তি ও ভাংচুরের ঘটনা ঘটছে তার রহস্য উৎঘাটনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি বাবলু চৌধুরী, সহ-সভাপতি মোঃ চাঁন মিয়া, সাধারণ সম্পাদক আলা উদ্দিন হবি, পৌর কৃষকলীগ সভাপতি আনোয়ার হোসেন ভুইয়া ও সাধারন সম্পাদক রাজেন চৌধুরী প্রমুখ। এর আগে উপজেলার যৌথ কার্যালয়ে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুক্তিযোদ্ধা চত্বওে এসে সমাপ্ত হয়।