বুধবার ● ৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কুড়িয়ে পাওয়া একলক্ষ টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রানীরহাটের ব্যবসায়ী সাইফুল
কুড়িয়ে পাওয়া একলক্ষ টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন রানীরহাটের ব্যবসায়ী সাইফুল
ষ্টাফ রিপোর্টার :: গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়া সরফভাটার কৃতি সন্তান রাঙামাটির ব্যবসায়ী কামাল উদ্দিন ঠিকাদারী কাজে কাউখালী হতে রাঙামাটি যাওয়ার পথে ১ হাজার টাকার বান্ডেল ১ লক্ষ টাকা হারিয়ে পেলেন। সংবাদটি ফেইসবুকে ভাইরাল হওয়ার পরপর বিভিন্ন যোগাযোগ গণ মাধ্যমে ছড়িয়ে পড়লে দৃষ্টিগোচর হয় রানীরহাটের ব্যবসায়ী ৭নং ওয়ার্ডের রাজঘাটার কৃতিসন্তান সাইফুল ফোন করে টাকার মালিক কামাল উদ্দিনকে নিশ্চিত হন এবং বিষয়টি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরীকে বললে তিনি উভয়কে সাথে নিয়ে আজ বুধবার সকালে রানীরহাটে আসতে বলেন। তিনি উভয়ের উপস্থিতি এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্টানিক ভাবে টাকা হস্তান্তর করেন। সাইফুল টাকা ফেরত দিতে গিয়ে তার বর্ননায় বলেন সেই ঘাগড়া হতে রানীরহাটে আসার পথে মঘাছড়ি এলাকায় প্রধান সড়কে টাকাগুলা কুড়িয়ে পান। টাকা গুলো পাওয়ার পরপর সেই ঐ রাস্তা দিয়ে তিন চার বার যাতায়ত করেন টাকার মালিকের খোঁজে, না পেয়ে নিজ ব্যবস্যা কেন্দ্র রানীরহাটে লোকজনকে বলেছেন সঠিক তথ্য পেলে জানাতে ৷ নিজ বাসায় আসলে ফেইসবুকের স্ট্যাটাস চোখে পড়লে কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন। সাইফুল টাকাগুলা ফেরত দিতে পেরে নিজেকে অনেক সুভাগ্যবান মনে করেন একপর্যায়ে আবেগে কান্না ও করেন। হারানো টাকা ফেরত পেয়ে কামাল উদ্দিন অনেক খুশি হয়েছেন অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ৷