মঙ্গলবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টায়ার পোড়ানো কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুরে টায়ার পোড়ানো কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.২০মিঃ) গাজীপুরে টায়ার পোড়ানো কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী ৷
২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পরিবেশ বাঁচাও আন্দোলন ও এলাকাবাসীর উদ্যোগে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷
পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী আতিক মোর্শেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের কাঞ্জানুল গ্রামে রেডিয়্যান্ট রিনিউএবল এনার্জি লিমিটেড নামে একটি কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে এক জাতীয় তেল উত্পাদন করা হয়৷ কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে৷ কালো ধুয়া এবং দুর্গন্ধে প্রায় এক কিলোমিটার দুর থেকে নাক-মুখ বন্ধ হয়ে আসার উপক্রম হয়, শ্বাস নিতে কষ্ট হয় ৷ এছাড়া এলাকার নারকেল, কাঁঠাল, আমসহ ফলজ গাছের মুকুল নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে ৷
পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, টায়ার পোড়ানো এসব কারখানা থেকে বায়ু দুষনকারী সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইডসমূহ এবং রাবারের অতিক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে৷ এসব পদার্থ মানবদেহ এবং পরিবেশের মারাত্মক ক্ষতিকর ৷ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকবছর আগে একাধিকবার জরিমানা ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেও আবার তারা ওই কারখানাতে উত্পাদন শুরু করেছে ৷
মানবন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী আতিক মোর্শেদ, বাবুল হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, শাহজাহান সিরাজ প্রমুখ ৷
পরে নেতৃবৃন্দ ও এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর একটি স্মারল লিপি প্রদান করেন৷
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, কারখানা উচ্ছেদে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে৷ এরআগে কারখানাটি সরিয়ে নিতে কারখানা মালিককে এক বছরের সময় দেয়া হয়েছিল ৷