বৃহস্পতিবার ● ১০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গুনীজন » কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সংবাদ বিজ্ঞপ্তি :: প্রবীণ কমিউনিস্ট নেতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর নেতা কমরেড আজিজুর রহমান আজ দুপুর ১ টায় সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তার পুত্র বিশিষ্ট সাংবাদিক ও লেখক অনিষ্ট আরিফ সহ অসংখ্য শুভার্থী ও গুণমুগ্ধ রেখে গেছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে প্রবীণ বিপ্লবী জননেতা ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন নিবেদিত ও ত্যাগী সংগ্রামী মানুষকে হারিয়েছে। ৬০ দশক থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু। ৬৯’র গণঅভ্যুত্থান থেকে শুরু করে গত ৫০ বছরে এদেশের জনগণের শোষণমুক্তির বিপ্লবী গণতান্ত্রিক সংগ্রামে তিনি অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। সামরিক স্বৈরতন্ত্র বিরোধী গণতান্ত্রিক আন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের কৃষক আন্দোলনেও তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে এদেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষ একান্ত আপনজনকে হারিয়েছেন।
বিবৃতিতে তিনি তার সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আগামী শুক্রবার সকাল ১১ টায় আজিজুর রহমানের মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। পরে সেখান থেকে তার দীর্ঘদিনের রাজনৈতিক অঞ্চল খুলনাতে নেওয়া হবে।