শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাউজানের বিক্ষোভ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাউজানের বিক্ষোভ
নয়ন বড়ুয়া , রাউজান (উত্তর) প্রতিনিধি :: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাউজানের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, যুুুুবলীগ ও ছাত্রলীগ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে (১১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সংঘপ্রিয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু ছৈয়দ আলমগীরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন রবীন্দ্র লাল চৌধুরী, উদয়ন বড়ুয়া মধু, পল্টন কান্তি দেব, সুজন চক্রবর্তী, শিমুল বিশ্বাস, সরোয়ার আজাদ, আবু কাউচার পন্নী, ফয়সাল মাহমুদ, প্রবাস বড়ুয়া, মহিউদ্দিন এমরু, রাজেশ, ওবায়দুল হক, জুয়েল মহাজন, মেহেরাজ, রহিম, সুকান্ত দে, তাপস বড়ুয়া, জুয়েল বড়ুয়া, রুবেল মহাজন, সাব্বির, সাগর মহাজন প্রমুখ। বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও ওইসময় কাগতিয়া বাজার প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে বিনাজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবু পল্টন দেবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তারা কুষ্ঠিয়ায় রাতের অন্ধকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।