শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি
শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি
চট্টগ্রাম :: চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা গ্রামের কৃতি সন্তান শহীদ সুবিমল বড়ুয়া’র বীরত্বগাঁথা ইতিহাস বাংলাদেশের মানচিত্রের সাথে জড়িয়ে আছে। এটি বাঙালি জাতির এক অনন্য গৌরবের বিষয়। শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের গৌরবময় ও কালজয়ী ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের বীরত্বপূর্ণ অবদান স্মরণ ও স্মৃতি রক্ষায় শহীদ সুবিমল স্মৃতি সংসদ যেসকল কল্যাণমুখী ও বোধের চেতনা সমৃদ্ধ কাজ করছে তা প্রশংসার দাবিদার। তাঁদের কীর্তিগাঁথা ও গৌরবময় ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সকলের দায়িত্ব ও কর্তব্য। শহীদ সুবিমল স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও স্মারক সম্মাননা গ্রহণকালে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
চন্দনাইশ উপজেলা মধ্যম জোয়ারা গ্রামের ঐতিহ্যবাহী শহীদ সুবিমল স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ের মাস ও শহীদ সুবিমল স্মরণে স্মারক সম্মাননা প্রদান ও মতবিনিময় আজ ১২ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর চট্টেশ্বরী রোডস্থ বিভারলী হিল এস্টেট এলাকাস্থ সাংসদের বাসভবনে সভাপতি এ্যাপোলো বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনের সংসদ সদস্য, বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এসময় নজরুল ইসলাম চৌধুরী বলেন, মানবিক ও চেতনার দায়িত্ববোধ থেকে চন্দনাইশের গৌরব এই দুইজন মহান ব্যক্তিত্বের স্মৃতি রক্ষায় সরকারের পক্ষ থেকে বহুমুখী উন্নয়নমূলক পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বড়ুয়া আমাদের চেতনার আবেক ও ভালোবাসার নাম। তাঁরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আজীবন জড়িয়ে থাকবে। যিনি দেশ ও জাতির আত্মবিসর্জন করে শিখিয়ে গেছেন মানব জীবনের স্বার্থকতা ও মূল্যবোধ কি। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সংসদের উপদেষ্টা রুবেল বড়ুয়া, অলক বড়ুয়া, সংগঠক সরিৎ চৌধুরী সাজু, স.ম জিয়াউর রহমান, রকি বড়ুয়া, তনু বড়ুয়া, শুভ বড়ুয়া, দিব্য বড়ুয়া প্রমুখ।