রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহর পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ, মেয়র পদে লড়ছেন ৪ প্রার্থী
চাটমোহর পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ, মেয়র পদে লড়ছেন ৪ প্রার্থী
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: ১১ ডিসেম্বর শুক্রবার পাবনার চাটমোহর পৌরসভার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক পেয়েছেন চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, ধানের শীষ প্রতীক পেয়েছেন চাটমোহর পৌর বিএনপির আহবায়ক আসাদুজ্জামান আরশেদ। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান পেয়েছেন মোবাইল ও বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল পেয়েছেন জগ প্রতীক। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর এ্যাড.সাইদুল ইসলাম চেীধুরী প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে এখন চাটমোহর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী রইলেন। আগামি ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার ১২ হাজার ২শ ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯শ ১৭ জন নারী ভোটার ৬ হাজার ৩শ ২১ জন। ইভিএম এ ভোট গ্রহন করা হবে।
সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।
চাটমোহরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু
পাবনা :: পাবনার চাটমোহরে সড়ক দূর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে কামালপুর গ্রামের মহসিন আলমের ছেলে রামিম হোসেন (৪) বাড়ির পাশের রাস্তায় খেলছিল। এসময় একটি অটো বোরাক গাড়ি শিশুটিকে চাপা দিলে শিশুটি মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। উক্ত এলাকার ইউপি সদস্য আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।