সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় » যথাযোগ্য মর্যাদায় সারাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় সারাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া কলেজে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দিবসটি পালিত হয়েছে। কলেজ পরিবারের পক্ষ থেকে জাতির এই সূর্য সন্তানদের স্মরণে র্যালী সহকারে শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আজ ১৪ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০ টায় কলেজ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক তহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব:) ফজলুল করিম।
প্রধান আলোচকের বক্তব্যে উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার দাশ বলেন, একটি স্বাধীন দেশের প্রধান সম্পদ হচ্ছে নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং কৃষ্টি। এই তিনটি ছাড়া কোন জাতি বা দেশ টিকে থাকতে পারে না। তাই পাকিস্তানীরা প্রথমে আমাদের ভাষার উপর আঘাত করেছে। পরে সংস্কৃতি ও কৃষ্টির উপর।
এদেশকে মেধাশূণ্য করতে ১৯৭১ সালে দেশের স্বাধীনের পূর্বে ১৪ ডিসেম্বর গর্বিত বুদ্ধিজীবিদের ধরে নিয়ে বুড়িগঙ্গা তীরে নির্মম ভাবে হত্যা করেছিল পাক দোসররা। তাই আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে তাঁদের চেতনায়, আদর্শে এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন, রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক শাহ আলম, বাংলা বিভাগের অধ্যাপক ছৈয়দ আকবর, অর্থনীতির প্রভাষক জালাল আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রুবেল বড়ুয়া।
এ সময় বক্তারা, শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে এর চেতনা ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাজ বিজ্ঞানের প্রভাষক আমানত উল্লাহ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ হতে পাঠ করা হয়। পরে দিবসটির তাৎপর্য শীর্ষক রচনা প্রতিযোগিতায় ৩জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়।
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চুয়েট পরিবারের শ্রদ্ধা নিবেদন
চট্টগ্রাম :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চুয়েট পরিবার। আজ ১৪ ডিসেম্বর সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, মুজিববর্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক ড. রণজিৎ কুমার সূত্রধরসহ চুয়েট পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ মিনারের পাদদেশে এক সংক্ষিপ্ত বক্তৃতায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “একাত্তরে যখন আমরা চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে তখন তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে আমাদের অগ্রযাত্রা পিছিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধু তাঁর অসীম দূরদর্শিতায় মাত্র কয়েক বছরেই একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে সোনার বাংলা গড়ার মিশনে নেমে পড়েন। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তিরা এখনো বসে নেই। স্বাধীন দেশে বসেই তারা এখন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে আছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারলেই কেবল এসব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।”
পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চুয়েট স্বাধীনতা চত্ত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে পদযাত্রা এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচি গ্রহণ করা হয়।
মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর সোমবার বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মো. খালিদ হোসেন।
উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে সোমবার ১৪ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, ওাশিকার ইকবাল মাজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল ইসলাম।
নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন,পৃথিবীর মানচিত্র বাংলাদেশকে একটি তলাবিহিন ঝুড়ি বানানোর জন্যই ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী এদেশের সকল সেক্টরের বুদ্ধিজীবিদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল। স্বাধীনতা পরবর্তী বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন। কিন্তু খন্দকার মোশতাক বাহিনী তা করতে দেয়নি। বঙ্গবন্ধু উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এখন বিশে^ উন্নয়নের রোলমডেল। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ১৪ ডিসেম্বর সোমবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ,উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,মৎস কর্মকর্তা আসাদ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন। অনলাইনে সংযুক্ত তেকে বক্তব্য রাখেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছাদু মিয়া,উপজেরা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐখ্য পরিষদের সাধারন সম্পাদক প্রেসক্রাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার,কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অমলেন্দু সুত্রধর প্রমূখ।