সোমবার ● ১৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে সমাবেশ
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ১৪ ডিসেম্বর সকাল ১০ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের আয়োজনে কুষ্টিয়া জেলার পাঁচ রাস্তার মোড় শাপলা চত্ত্বরে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে সড়কের পাশে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব) উপস্থিতিতে বোর্ডের সদস্য প্রশসন ও সদস্য সচিব আশীষ কুমার বড়ুয়া (যুগ্ম সচিব), সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপ সচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপ সচিব), মো. আব্দুল আজিজ, সাবেক নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, বান্দরবান পার্বত্য জেলার ইউনিট অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সফিকুল ইসলাম, কাইংওয়াই ম্রো, গবেষণা কর্মকর্তা, সহকারী সচিব মো. নুরুজ্জামান, রাঙামাটি প্রকৌশলী শাখার সহকারী প্রকৌশলী (সিভিল) ত্রয়া সরকার, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামান, সমন্বয় কর্মকর্তা মো. খোরশেদ আলাম, খাগড়াছড়ি ইউনিট অফিসের সহকারী প্রকৌশল (সিভিল) মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, ডজী ত্রিপুরা, সহকারী পরিকল্পনা কর্মকর্তাসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের আওতায় সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নেক্কার জনক ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।