মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » জাতিরাষ্ট্র হিসাবে আমাদের উত্থানের ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করেছি -সাইফুল হক
জাতিরাষ্ট্র হিসাবে আমাদের উত্থানের ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণ করেছি -সাইফুল হক
ঢাকা :: আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। একই সাথে তিনি মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে আমরা আমাদের বিজয়কে সুনিশ্চিত করেছিলাম। জাতিরাষ্ট্র হিসাবে ইতিমধ্যে আমরা আমাদের উত্থানের ঐতিহাসিক ন্যায্যতাও প্রমাণ করেছি। কিন্তু গত পাঁচ দশকে আমাদের সরকার ও শাসকশ্রেণীর ব্যর্থতা ও দেউলিয়া রাজনীতির কারণে জনগণের এই বিজয় নানাভাবে প্রতারিত হয়েছে। অধিকার ও মুক্তি অর্জনে জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে। স্বাধীনতার ঘোষণা ও সংবিধানের মৌন নীতির বিপরীতে দেশকে ঠেলে দেয়া হয়েছে। সাম্যের পরিবর্তে আজ সমাজে গভীর অসাম্য্র, শ্রেণীভেদ, গণতন্ত্র, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায়বিচারকে নির্বাসিত করে দেশে কর্তৃত্ববাদী শাসন জেঁকে বসেছে। সরকার ও শাসকগোষ্ঠির নীতিহীন ও সুবিধাবাদী রাজনীতির পরাজিত দক্ষিণপন্থী সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি আজ আবার পুনর্বাসিত হয়েছে। এ অবস্থার পরিবর্তনে মুক্তিযুদ্ধের দিশায় দেশ পরিচালনায় তিনি আরেকটি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
মহান বিজয় দিবসে আগামীকাল ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং জেলায় জেলায় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।