বুধবার ● ১৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল
নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: আগামী ২৯ ডিসেম্বরকে সামনে রেখে নবীগঞ্জের সাংবাদিক সমাজের ঐহিত্যবাহী সংগঠন ‘নবীগঞ্জ প্রেস ক্লাব’ এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে নির্বাচনী আমেজ বিরাজ করছে। গতকাল বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন পদে মোট ২০জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান ও যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ এবং সুবিনয় রায় বাপ্পির নিকট প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে- ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- এম এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, ফখরুল ইসলাম চৌধুরী, আশাহিদ আলী। সহ- সভাপতি পদে মনোনয়ন দাখিল করেন- শাহ সুলতান আহমেদ ও মুরাদ আহমেদ।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন, মোঃ সেলিম তালুকদার, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী তছনু।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে- নাবেদ মিয়া, হাবিবুর রহমান শামীম, জাকির হোসেন চৌধুরী, তৌহিদ চৌধুরী। কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ শওকত আলী ও আলী হাসান লিটন। এ ছাড়াও নির্বাহী সদস্য ৬ পদের বিপরীতে ৫জন মনোনয়ন দাখিল করেন। তারা হলেন- ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল ইসলাম, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত।
এদিকে তফশিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা নির্ঘুম প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। বিশেষ করে শহর জুড়েই যেন সাংবাদিকদের মাঝে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী নবীগঞ্জ ডাকবাংলোতে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ৪৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে
বিজয় দিবসে এমপি মিলাদ
নবীগঞ্জ :: নবীগঞ্জ বাহুবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন,পৃথিবীর মানচিত্র বাংলাদেশকে একটি তলাবিহিন ঝুড়ি বানানোর জন্যই ১৯৭১ সালের ২৫শে মার্চ কালোরাতে পাকিস্তানী হানাদার বাহিনী এদেশের অপারেশন সার্চলাইট চালিয়ে গনহারে হত্যাযঞ্জ চালিয়েছিল। স্বাধীনতা পরবর্তী বাঙ্গলী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন। কিন্তু খন্দকার মোশতাক বাহিনী তা করতে দেয়নি। বঙ্গবন্ধু উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ এখন বিশে^ উন্নয়নের রোলমডেল। এই ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি ১৬ই ডিসেম্বর বুধবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মমিনের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। অতিথি ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,উপজেরা আওয়ামরিীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরউদ্দিন বীর প্রতীক, ডিজিএম আলীবর্দী খান সুজন। অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া,উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া,মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী,তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার,কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অমলেন্দু সুত্রধর প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন,মাওলানা মাহবুবুর রহমান,গীতা পাঠ করেন বিপুল চক্রবর্ত্তী।