বুধবার ● ১৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বগুড়ায় পালিত হবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
বগুড়ায় পালিত হবে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: অবসান হোক বৈষম্যের এই শ্লোগানকে সামনে রেখে ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ও ১৮ই ডিসেম্বর শুক্রবার) ২দিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়া গাবতলীর কাগইলে ‘করুনা কান্ত রায় চৌধুরী’ (জমিদার বাড়ী চত্তরে) পালিত হবে জনপ্রিয় অনলাইন পত্রিকা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৬ষ্ঠ বছরপূর্তি (৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ২০২০) অনুষ্ঠান। ১মদিনে বৃহস্পতিবার সকাল ১০টায় আলোচনা সভা ও এক বর্নাঢ্য র্যালী বের করা হবে। এরপর স্থানীয় হাফেজিয়া বালিকা মাদ্রাসা ও পাঠাগারে বিতরন করা হবে ‘পবিত্র কুরআন শরীফ’ বই। শেষে দেশ-জাতি ও সকল সাংবাদিক-লেখক ও সাহিত্যিক’দের জন্য দোয়া মোনাজাত করা হবে।
২য়দিনে (শুক্রবার) জরিনা মার্কেট ২য় তলায় গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরন এবং ২জন বিশিষ্ট কবি ও ছড়াকার মাঝে বিতরন করা হবে পুরস্কার ও বই। এরপর ‘করোনা ভাইরাস প্রতিরোধে’ বিনামূল্যে জনসাধারণ এর মাঝে বিতরন করা হবে মাস্ক ও লিফলেট।
কাগইলে বিজয় দিবস পালন
বগুড়া:: বগুড়ার গাবতলী কাগইলে ১৬ই-ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন করা হয়েছে। কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদল উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী শেষে স্থানীয় হাইস্কুল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে অংশ নেন গাবতরী থানা বিএনপি যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন, কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, কাগইল ইউনিয়ন বিএনপি আহবায়ক আবু আছাদ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হিলু, সদস্য রফিকুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন শীষ, আব্দুস সবুর সবুজ, মশিউর রহমান, মিনহাজুল ইসলাম, শহিদুল ইসলাম পাইলট, আব্দুল খালেক, মোরশেদ আল আমিন লেমন, আজাহার আলী, দুদু মিয়া, বিএনপি নেতা জফিরুল ইসলাম, বেলাল হোসেন, আব্দুস সোবহান, আবু বক্কর সিদ্দিক, ফেরদাউস হোসেন, মিজানুর রহমান, আব্দুল বাছেদ দুলু, নুরু মিয়া, হেফজুল বারী, শফিকুল ইসলাম, শাহীন মোল্লা, যুবদল নেতা আব্দুর রহমান সুলতান, আজিজুল হক স্বপন, আলপনা কবির বাবু, রুস্তুম আলী, আবু জাফর, খলিলুর রহমান, আবু মুসা বাবুল, ইসমাইল হোসেন পাতা, আব্দুল হান্নান, সিহাব উদ্দিন, ইসরাফিল হোসেন, সিজার আহম্মেদ, রুহুল আমিন, শিপন মিয়া, লিটন মিয়া, ইমদদুল হক, দুলাল আকন্দ, স্বেচ্ছাসেবকদল নেতা হারুন অর রশিদ হারুন, রেজওয়ান আলম আপেল, আব্দুল হামিদ লিটন, সাইফুল ইসলাম, জোবাইয়ের রহমান লেমন, রকি আহম্মেদ, ছাত্রদল নেতা ইমরান হোসেন মাছুম, রিপন মিয়া, আব্দুল মান্নান, আজিজার রহমান উজ্জল, মাহমুদুল হাসান রকি ও রিফাত হোসেন প্রমূখ।
কাগইলে বিজয় দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী
বগুড়া :: ১৬ই-ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী কাগইলে এক বর্নাঢ্য র্যালী শেষে হাইস্কুল মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দরা। এতে অংশ নেন আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মোল্লা, আওয়ামীলীগ কাগইল ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য বদিউজ্জামান, আনছার আলী ভোলা, আব্দুল গফুর ঠান্ডা, রতন চন্দ্র মহন্ত, আব্দুল লতিফ, আ’লীগ নেতা মাকছুমুল হাকিম রিপু, আবদুল জলিল, বাবলু মিয়া, ইমরান সরকার, সাইফুল ইসলাম, মুঞ্জুরুল ইসলাম, সাজেদুর রহমান সাজু, রাসেল আহম্মেদ, কাগইল ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মাহফুজুল হক সুইট, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কৃষ্ণ কুমার, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও কাগইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিকরাইল হোসেন রুবেল, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শাহীন আলম, বিপ্লব মিয়া, সৌরভ হোসেন ও নুর আলম প্রমূখ।
কাগইল বাজার বনিক সমিতির উদ্যোগে বিজয় দিবস পালন
বগুড়া :: ১৬ই-ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী ‘কাগইল বাজার বনিক সমিতি’ উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ডাঃএবিএম আবু সাইদ, আজমল হোসেন শীষ, সমিতির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারন সম্পাদক আজিজুল হক স্বপন হিরা, কোষাধক্ষ্য বাপ্পী কুমার মহন্ত, সদস্য বাদল দত্ত, বাবলু মিয়া, সাংবাদিক আতাউর রহমান, কামাল হোসেন, তারিক হাসান, আইয়ুব আলী, ডাঃ আব্দুস সাত্তার, মেহেদুল ইসলাম, পাপরুল পাইকার, দুলাল শীল, ডাঃ শ্রীঃ উদ্ভব, রতন চন্দ্র ও জিহাদ হাসান প্রমূখ।