বৃহস্পতিবার ● ১৭ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় জমিদারবাড়ী চত্ত্বরে পালিত হলো সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
বগুড়ায় জমিদারবাড়ী চত্ত্বরে পালিত হলো সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: অবসান হোক বৈষম্যের এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৭ ডিসেম্বর-২০২০ বৃহস্পতিবার প্রথমদিনে নানা আয়োজনের মধ্যে দিয়ে বগুড়ার গাবতলী কাগইলে ‘করুনা কান্ত রায় চৌধুরী’ (জমিদার বাড়ী) রাঁধা গোবিন্দ জীউর মন্দির চত্তরে পালিত হলো জনপ্রিয় জাতীয় অনলাইন পত্রিকা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী।
সকাল ১০টায় আলোচনা সভাপূর্বে এক বর্নাঢ্য র্যালী জমিদার বাড়ী চত্ত্বর থেকে বের করা হয়। একই সাথে বেলতলা রাহমানিয়া আরাবিয়া হাফেজিয়া মাদ্রাসায় বিনামূল্যে ‘পবিত্র কুরআন শরীফ’ বই ও মাস্ক এবং শেষে দেশ-জাতি ও সকল সাংবাদিক-লেখক এবং সাহিত্যিক’দের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এরপর জরিনা মাকের্ট ২য়তলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে এর সাবেক সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি এবং দৈনিক মহাস্থান সম্পাদক ও দৈনিক মুক্তবার্তা সহযোগী সম্পাদক মীর্জা সেলিম রেজা।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডট কম বগুড়া জেলা প্রতিনিধি আল আমিন মন্ডল বিপ্লব এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির নির্বাহী সদস্য ও উত্তরাঞ্চল লেখক পরিষদের সাধারন সম্পাদক সাইদুর রহমান সাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আতাউর রহমান নুহু, কবি ও ছড়াকার সাবেক ইউপি সদস্য মাহফুজুল হক সুইট, ইভটিজিং প্রতিরোধ জাতীয় কমিটি বগুড়া জেলা শাখার ক্রীড়া সম্পাদক ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, সমাজসেবক সুব্রত রায় চৌধুরী, প্রনব কুমার দত্ত, সাংবাদিক সাখাওয়াত হোসেন, রিপন মিয়া, আব্দুস সালাম, আবু হানিফ, আরিফুল ইসলাম, প্রভাষক রাফিউল ইসলাম, হাফেজ মাওঃ সিহাব উদ্দিন, শিক্ষক আবু শাহীন, উপজেলা গৃহনির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ বাবু, স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক কৃষ্ণ কুমার, সুশাসনের জন্য নাগরিক-সুজন কাগইল ইউনিয়ন কমিটির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, তরুন সমাজসেবক পিএস মেহেদী হাসান, মামুনুর রশিদ, তারেক রহমান, এএসএম সামসুম সালেহীন সুমন, জিএল মাল্টিমিডিয়া পরিচালক অভিনেতা লাজু শেখ, সমবায় প্রতিনিধি ইব্রাহিম আলী প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ হাফেজ মাওঃ সিহাব উদ্দিন।