শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৯৮ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকা পাচ্ছে আজ
রাউজানে ৯৮ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকা পাচ্ছে আজ
ষ্টাফ রিপোর্টার :: রাউজানে শনিবার (১৯ ডিসেম্বর) শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১ হাজার ৮০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৯৮ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। এই টিকাদান কর্মসূচী ১৯ ডিসেম্বর থেকে ৬ সপ্তাহ চলবে। এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা ডা. মুহাম্মদ নুর আলম দ্বীন। জানা যায়, টানা ১৮দিন কর্মবিরতির পর ১৪ ডিসেম্বর থেকে কাজে ফিরেছেন স্বাস্থ্য সহকারীরা। এই কর্মসূচী বাস্তবায়ন মাঠ পর্যায়ে কাজ করবেন রাউজান উপজোলার স্বাস্থ্য সহকারীবৃন্দ। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সৈকত ঘোষ ও মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাসান আলী জানান, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী শনিবার (১৯ ডিসেম্বর) শুরু হবে। রাউজানের ০৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে এই টিকাদান কর্মসূচী পরিচালিত হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।
রাউজানে থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হাটহাজারী যুবকের মৃত্য
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পৌরসদর বাজার এর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও কনক কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ( কনক) এর দ্বিতীয় পুত্র হোসেন তারেক বাপ্পা কনক (২৭)নামের এক যুবক নিহত ও আহাদ নামের নিহতের মামাতো ভাই গুরুত্বর আহত হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সত্তারঘাট এলাকার গড়দুয়ারা রাস্তার মাথায় এই দূর্ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা রাউজানে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে নিজস্ব কার চালিয়ে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট এলাকার গড়দুয়ারা সড়ক মোড়ে থামানো অবস্থায় একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাপ্পার শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। গাড়িতে থাকা তার খালাতো ভাই আহাদ গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে। দূর্ঘটনা কবলিত কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নিয়ে আসে।