রবিবার ● ২০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ :: কুষ্টিয়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক বিপ্লবী বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে এ কর্মসূচীর আয়োজন করেন বিপ্লবী বাঘাযতিন একাডেমী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, বাঘাযতিনের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
ঝিনাইদহে মাঠ থেকে ইলেকট্রনিক্স মিস্ত্রীর লাশ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদ সদর উপজেলার পোড়াহাট গ্রামের মাঠ থেকে আব্দুল আলীম (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে হরিণাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনশাদ আলীর ছেলে। গত কয়েকবছর যাবত পোড়াহাটি গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পেশায় সে ইলেকট্রনিক্স মিস্ত্রী। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পোড়াহাটি গ্রামের মাঠে আব্দুল আলিম নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
সৃজনী ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে ৪৫ জন মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ করা হয়েছে। শনিবার শহরের পবহাটি এলাকায় সৃজনী ফাউন্ডেশন ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ বৃত্তি প্রদাণ করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে এককালীন ১২ হাজার টাকা করে বৃত্তি তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় সৃজনী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড.হারুন-অর-রশীদ, সদর থানার ওসি মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সৃজণী ফাউন্ডেশনের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৭
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভোলপাড়া গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে শহর আলী মন্ডল (৬৮), জমির মন্ডলের ছেলে মসলেম মন্ডল (৭০) ও শওকত মন্ডল (৫০), বাবর আলী মন্ডলের ছেলে জিয়ার মন্ডল (৪৫), আনছার মন্ডলের ছেলে শাহবুর মন্ডল (৪৫), মিকাইল মন্ডলের ছেলে আলী হোসেন মন্ডল, অলিয়ার মন্ডলের স্ত্রী রুমানা বেগম (২৫), ছরোয়ার মন্ডলের স্ত্রী আমিরণ বেগম (৪৫), আমিরুল মন্ডলের স্ত্রী মালেকা বেগম (১৬) উভয়ের গ্রাম ভোলপাড়া এবং একই উপজেলার শ্রীরামপুর গ্রামের খেলাফত হোসেনের ছেলে কাদের আলী, মমরেজ আলীর ছেলে ঝুমুর মোল্ল্যা ওই গ্রামের তুহিন হোসেন, ইদ্রিস আলী, পলাশ মোল্ল্যাসহ ১৭ জন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত শহর আলী মন্ডল জানান, পৈত্রিক সূত্রে যুগ যুগ ধরে এই জমি আমরা চাষাবাদ করে আসছি। এরই মাঝে কাদের আলী তার ভাড়াটিয়া লোকজন নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্তেও আমাদের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ শুরু করে। সেসময় আমরা বাধা দিলে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমরা আদালতের বাইরে না। আদালত যে রায় দিবে তা আমরা স্বেচ্ছায় মেনে নেব। কিন্তু এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে ভোলপাড়া গ্রামে শহর আলী ও কাদের আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ঝিনাইদহ আদালতে মামলা চলমান। হঠাৎ শনিবার দুপুরে কাদের আলী লোকজন নিয়ে শহর আলী পৈর্তৃক সম্পত্তি দখল করতে যায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের দুইজন নিহত
ঝিনাইদহ :: পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের দুইজন নিহত হয়েছে। যশোরে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১জন। শনিবার বিকেলে ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে হুদোরাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে শাহীন (১৫) ও মণিরামপুরের সিংড়া ইসমাইল হোসেনের ছেলে মাহাদী হাসান (১৮)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা আংশকাজনক। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- যশোরের তামিম হোসেন (২৫), শিমুল (৩২), আবদুল গফুর (৬০), আরাফাত হোসেন (৩), ইশান (৪), মনোয়ারা বেগম (৩৪), মাগুরার রবিউল ইসলাম (৪৫), আজিজ হোসেন (৫৭), নবীরুন নেছা (৪৪), রবীন্দ্রনাথ (২৮), আকিদুল (২৮), ভানু (৫৪)। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌঁচ্ছালে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়। বাসটিতে ৩০ থেকে ৩৫জন যাত্রী ছিল। আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন আছে। পাঁচজনের অবস্থা আশংকাজনক। এদিকে বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সাগর (৪৫) নামের একজন ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর ফুলদীঘি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত সাগর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বার বাজার মদনপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। জানা গেছে, সাগর ট্রাক নিয়ে বগুড়ার ফুলদীঘিতে গতকাল বৃহস্পতিবার মালামাল নিতে আসেন। মালামাল পেতে দেরি হওয়ায় হেলপারসহ তিনি মহাসড়কের পার্শ্বে ট্রাক সাইড করে অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাগর ট্রাকে চালকের আসন থেকে নিচে নামছিলেন। তিনি মহাসড়কে নামার সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হোসাইন (২২) গুরুতর আহত হয়েছেন। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজ মন্ডল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারের কাছে সংবাদ পাঠানো হয়েছে।