সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্রের বিস্ফোরন
পলাশবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্রের বিস্ফোরন
ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার পলাশবাড়ি বিদ্যুৎ উপকেন্দ্রের পাওয়ার গ্রিডে বিস্ফোরনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের ২ ঘণ্টা পর চালু । সোমবার বিকেলে এ বিস্ফোরনের ঘটনা ঘটে।
পলাশবাড়ি গ্রিডের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, আজ বিকেল ৪টা ৪০ মিনিটে হঠাৎ করে পলাশবাড়ি গ্রিডের গোবিন্দগঞ্জ নেসকো ফিডারের বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। তবে পরে উপকেন্দ্রে নিয়োজিতরা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর ফলে গোটা গাইবান্ধা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পরে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর গোবিন্দগঞ্জ ছাড়া অন্য উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবারহ চালু করা হয়। তবে কিভাবে এই বিস্ফোরন ঘটে তা এখনও নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্টরা।