মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খেলা » বাঘাইছড়িতে স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাঘাইছড়িতে স্কুল ছাত্রদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাঘাইছড়ি উপজেলা পরিষদ খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অংশ গ্রহনে গত ২১ ডিসেম্বর সোমবার দিনব্যাপি এক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ জন ক্রীড়ামোদি ছাত্র অংশ গ্রহন করেছে। ‘‘ লাল ও সবুজ ’’ দুই দলে বিভক্ত করে বিপুল প্রতিদন্ধিতার উৎসাহ-উদ্ধিপনার মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সবুজ কাবাডি দল বনাম লাল কাবাডি দলকে ৪১ - ৩৩ পয়েন্টে হারিয়ে জয় লাভ করে। খেলার সমাপণী অনুষ্ঠানে রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কশোর চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে অংশ গ্রহনকারী সকল প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।বাঘাইছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক রতন দাশসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
কাবাডি প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক ও পরিচালনার দায়িত্বে ছিলেন,কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(বিপিএড্) পঞ্চম কর্মকার।
উল্লেখ্য যে,আগামী ২৩ ডিসেম্বর বুধবার কাপ্তাই উপজেলা সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামোদি ছাত্রদের অংশ গ্রহণে মাসব্যাপি ক্রিকেট প্রশিক্ষণ উদ্বোধণীর মধ্য দিয়ে শুরু হবে।