বুধবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » সিংড়া পৌর এলাকার যানজট নিরসনে মতবিনিময় সভা
সিংড়া পৌর এলাকার যানজট নিরসনে মতবিনিময় সভা
সিংড়া প্রতিনিধি :: (২৪ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১১.২০মি) নাটোরের সিংড়া পৌর এলাকার বাসস্ট্যান্ড, হাট-বাজার যানজট মুক্ত রাখতে ব্যবসায়ী, বাস,ট্রাক,রিক্সা,সিএনজি মালিক সমিতি ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷ পৌরসভার আয়োজনে ২৪ ফেব্রুয়ারী বুধবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ৷ এতে সভাপতিত্ব করেন, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস ৷
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি ব্যবসায়ী শ্রী বিশ্বনাথ সাহা, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, বিল্পব সাহা, সবুজ, মোহাম্মাদ আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের এস এম বাদল, বাস মালিক সমিতির হাসান ইমাম, রড-সিমেন্ট ব্যবসায়ী বাপ্পী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ ৷
সভায় বাসস্ট্যান্ড এলাকা যানজট মুক্ত করতে পৌর বাস টার্মিনালে গাড়ী প্রবেশ, ফুটপাতে অবৈধ দোকানপাট দখল মুক্ত ও সপ্তাহে হাটের দু’দিনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারী যানবাহন প্রবেশ নিষেধসহ পৌর এলাকার সৌন্দর্য্য বর্ধন, আইন শৃংখলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রন সহ বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়৷
এসময় ব্যবসায়ী, বাস,ট্রাক, রিক্সা মালিক সমিতি ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৷