বুধবার ● ২৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রলার জব্দ
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রলার জব্দ
সংবাদ বিজ্ঞপ্তি :: আজ ২৩ ডিসেম্বর তারিখ মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফ ও সেন্টমার্টিন যৌথ অভিযান পরিচালনা করে সেন্টমার্টিন এর গলাচিপা ঘাট সংলগ্ন এলাকা হতে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কাঠের ট্রলার জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময় একটি কাঠের ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোষ্টগার্ড সদস্যরা তাদের ট্রলারটি থামানোর জন্য টর্চ লাইটের মাধ্যমে সংকেত দেয় এবং ধাওয়া করে। অতঃপর ট্রলারটি কোস্টগার্ডের নির্দেশ অমান্য করে ইঞ্জিনের গতি বাড়িয়ে দেয় এবং সেন্টমার্টিন এর গলাচিপা ঘাট সংলগ্ন এলাকায় এসে বালু চরে ট্রলারটি রেখে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। এসময় রাত্রিকালীন ঘন কুয়াশার কারণে উক্ত স্থান হতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ট্রলারটি তল্লাশী করে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও ট্রলারটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।