বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গুনীজন » রাউজানে মাস্টার দা সূর্যসেনের ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য পুলিশ পাহাড়ায়
রাউজানে মাস্টার দা সূর্যসেনের ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য পুলিশ পাহাড়ায়
আমির হামজা, স্টাফ রিপোর্টার:: চট্টগ্রামের রাউজানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিল্পবী মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহাড়া দিচ্ছে পুলিশ। দিন-রাত ২৪ ঘন্টা এক পুলিশ অফিসার ও দুই ফোর্সসহ ৩ পুলিশ সদস্য ভাস্কর্যটি পাহাড়া দিচ্ছেন। অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য পাহাড়ায় নিয়োজিত রয়েছেন পুলিশের একটি টহল টিম। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিপ্লবী মাস্টার দা সূর্যসেন স্মৃতি ভবনের সামনে ভাস্কর্য পাহাড়া দিচ্ছেন রাউজান থানার সহকারী-উপপরিদর্শক সোলাইমান ভূইয়া, কনস্টেবল অতুল চাকমা। ভাস্কর্য থেকে অদূরে আরেক পুলিশও নিয়োজিত রয়েছেন ভাস্কর্য পাহাড়ায়। ভাস্কর্য পাহাড়ায় নিয়োজিত রাউজান থানার সহকারী-উপপরিদর্শক সোলাইমান ভূইয়া বলেন, গত ১৭ ডিসেম্বর থেকে ২৪ঘন্টা দুই শিফটে ৩জন করে পুলিশ সদস্যরা ভাস্কর্য পাহাড়া দিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র মতে, মুজিববর্ষ উপলক্ষে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০টি ম্যুরালসহ ১০৪টি ম্যুরাল রয়েছে। এছাড়া রাউজান পৌরসভার মুন্সিরঘাটায় মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য এবং চুয়েটে মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রয়েছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, নতুন স্থাপিত ১০০টিসহ বঙ্গবন্ধুর ১০৪টি ম্যুরাল, মাস্টার দা সূর্যসেন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য রক্ষায় পুলিশ মাঠে রয়েছে। যদিওবা রাউজানে এই ধরনের অপ্রীতিকর ঘটনার আশাঙ্ক নেই, তারপরও আমার বাড়তি নিরাপত্তা জোরদার করেছি। গত ১৭ ডিসেম্বর থেকে মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য পাহাড়া দিচ্ছে পুলিশ। পাশাপাশি ম্যুরাল ও মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য পাহাড়া নিয়োজিত রয়েছে টহল পুলিশ।