বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় কৃষক মাঠ দিবস পালন
মাটিরাঙ্গায় কৃষক মাঠ দিবস পালন
মাটিরাঙ্গা প্রতিনিধি ::খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ বান্ধব নিরাপদ খাদ্য উত্পাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে ৷
২৩ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় গোমতি ইউপি’র আবু খাঁ মেম্বার পাড়া এলাকায় ১৫ দিনের কৃষক মাঠ স্কুল পরিচালনার শেষ দিনে-মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যেগে আয়োজিত মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জ্যোতি কুমার বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষক মো. আলমগীর হোসেন মেম্বার৷
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র সভাপতিত্বে উক্ত মাঠ দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম ৷
সমাবেশে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ২ কোটি মানুষ কিডনি সমস্যা ও ক্যন্সার রোগে আক্রান্ত উলেখ করে বক্তারা বলেন,নিরাপদ ও স্বাস্থ্য সম্মত সবজী ও ফলমুল উত্পাদনের মাধ্যমে দেশকে খাদ্যে সফলতা এনে দিতে পারে একমাত্র কৃষকই ৷ তারা বিষমুক্ত খাদ্য(কৃষিজ পণ্য)উত্পাদনে উপজেলার প্রতিটি কৃষককে আইপিএম পদ্ধতির চাষাবাদে পর্যাপ্ত প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলার উপর গুরত্বারোপ ৷ আইপিএম পদ্ধতিতে সফলতা পেতে সেঙ্ক ফেরোমন (যাদুর ফাঁদ),বিষটোপ,আলোর ফাঁদ,পার্সিং পদ্ধতি (পাখি বিশেষ),বীজ সারিবদ্ধভাবে রোপন করালে বিষমুক্ত ও স্বাস্থ্যকর সবজি সরবরাহ সম্ভব হবে ৷ কৃষকদের কৃষি ক্ষেতে বন্ধুপোকা,শত্রুপোকা শনাক্ত করণে সহায়তা প্রদান ও নালা বা ড্রেণ নির্মাণ, মেশিন সরবরাহ,পুঁজি গঠনে আইপিএম ক্লাব নির্মাণের প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন ৷
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা মো. শাহ আলম ৷
এ ছাড়াও বান্দরছড়া বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন’র সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা কান্তি ত্রিপুরা,আমজাদ হোসেন,জয়নাল আবেদিন,সহ স্থানীয় সকল কৃষক ও কৃষাণীরা ৷
পরে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে মাটিরাংগা উপজেলা কৃষি অফিস কতর্ৃক বিষমুক্ত সবজি উত্পাদনের লৰে কৃষকদের হাতে কলমে প্রশিৰন গ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃষক স্কুলের প্রশিৰনার্থীদেও মাঝে সনদপত্র বিতরণ করেন৷