বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে কয়েদীদের জন্য নিসচা’র শীতবস্ত্র প্রদান
সিলেটে কয়েদীদের জন্য নিসচা’র শীতবস্ত্র প্রদান
সিলেট প্রতিনিধি :: নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বিকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি মহিলা ও শিশুদের জন্য সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেনের কাছে শীতবস্ত্র হন্তান্তর করা হয়েছে।
শীতবস্ত্র গ্রহনকালে তিনি কারাগারে অসহায় ও দরিদ্র কারাবন্দীদের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভুয়সী প্রশংসা করেন এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান।
শীতবস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ফয়েজ আহমদ, মো. নওশাদ আহমদ, নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, সদস্য এমএ হান্নান শিপন, সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন প্রমুখ।