শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দীঘিনালা-লংগদু সড়কে কাঠ বোঝাই ট্রাকের ভাড়ে বেইলী ব্রীজ ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ
দীঘিনালা-লংগদু সড়কে কাঠ বোঝাই ট্রাকের ভাড়ে বেইলী ব্রীজ ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা পুরান বাজার চৌরাস্তায় অতিরিক্ত কাঠ বোঝাই দুই ট্রাকের ভাড়ে বেইলী ব্রীজ ভেঙে দীঘিনালা-লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে লংগদু ও মাইনীর সাথে দীঘিনালা উপজেলা সহ সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ছোট মেরুং থেকে আসা কাঠ বোঝাই দু’টি ট্রাক একসাথে ব্রিজে উঠলে ব্রিজটি ভেঙে পড়ে।
জানা যায়, দীঘিনালার চৌরাস্তায় দু’টি কাঠ বোঝাই ট্রাক ও মাহিন্দ্রসহ ব্রিজের মাঝখানে ভেঙে পড়ে। দীঘিনালা-মেরুং-লংদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রিজটি দীর্ঘদিন ঝুঁকিতে রয়েছে অভিযোগ করে স্থানীয়রা জানান, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাক দু’টি একসাথে ব্রিজে উঠে পড়ায় ব্রিজটি ভেঙে পড়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, অতিরিক্ত মামালামাল নিয়ে ব্রীজের উপর দিয়ে যাতায়াত নিষেধ করা হয়েছে। সেখানে ভারী অতিরিক্ত দু’টি ট্রাক এক সাথে ব্রিজে উঠায় ট্রাক ড্রাইভারের গাফিলাতি রয়েছে। ইচ্ছে করে সরকারি সম্পদ নষ্ট করায় সড়ক বিভাগ মামলা করবে। ব্রিজটি পূনঃসংস্কারে কম পক্ষে ১০ দিন সময় লাগতে পারে।