সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রতারক নকুল চন্দ্র শর্মা চট্টগ্রামে গ্রেপ্তার
অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রতারক নকুল চন্দ্র শর্মা চট্টগ্রামে গ্রেপ্তার
নির্মল বড়ুয়া মিলন :: গ্রীণ হিল এনজিও পরিচালিত সূর্যের হাসি ক্লিনিক ছোট হরিণা শাখার একজন নারীকে নানাভাবে অনলাইনে সাইবার অপরাধ সংগঠিত করার অপরাধে রাঙামাটি জেলার বরকল উপজেলার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ৬মাস পর পাঁচজন অভিযুক্তদের মধ্যে প্রধান আসামী প্রতারক নকুল চন্দ্র শর্মা, পিতা-মৃত সুধন চন্দ্র শর্মা, গ্রাম- হরিণা বাজার এলাকা, বরকল, রাঙামাটিকে অবশেষে আজ সোমবার ২৮ ডিসেম্বর-২০২০ ইংরেজি তারিখ চট্টগ্রামে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
বরকল থানা মামলা নং-০১ তারিখ ২২ জুন-২০২০ এবং রাঙামাটি কগনিজেন্স আদালতের মামলা নং- ২০৯/২০২০।
অভিযোগ সুত্রে জানাযায়, সংঘবদ্ধ অপরাধী চক্রটি প্রযুক্তির মাধ্যমে ইলেক্টনিক্স ডিভাইস ব্যবহার করে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ এছাড়া খাবারে নেশা জাতীয় দ্রব মিশিয়ে তা পান করিয়ে আপত্তিকর ভিডিও ধারন এবং ঐ ভিডিও সহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে সাইবার অপরাধ সংগঠিত করায় রাঙামাটি জেলার বরকল থানায় গত ২২ জুন-২০২০ ইংরেজি তারিখ ভোক্তভোগি রাখী খীসা বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচজনকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আজ সোমবার ২৮ ডিসেম্বর-২০২০ ইংরেজি তারিখ এ মামলার ১৮৫ দিন পূর্ণ হলো।
তথ্যটি নিশ্চিত করেছেন বরকল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. কামাল হোসেন।
এ মামলার অপর অভিযুক্ত ২। মো. সোহেল ৩। মো. সুমন পারভেজ উভয়ের পিতা- আব্দুল মালেক, গ্রাম- হরিণা বাজার এলাকা (আমতলা), ৪। মো. ইউছুফ রানা, পিতা-মৃত আলি আহম্মদ, গ্রাম- হরিণা বাজার এলাকা (আমতলা), থানা- বরকল, উপজেলা- বরকল ও ৫। অমর শান্তি চাকমা, পিতা- চিরনজীব চাকমা, মাতা- ইন্দ্রদেবী চাকমা, গ্রাম-কুসুমছড়ি, সুভলং, বর্তমান ঠিকানা- গ্রাম-ধনুবাগ-মাষ্টার পাড়া (সূর্যের হাসি ক্লিনিক ছ্টো হরিণা শাখা), থানা- বরকল, উপজেলা- বরকল, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা।
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে মামলার বাদির অভিযোগ। (বিস্তারিত আসছে)।