বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে অন্তসত্ত্বা গৃহবধু হেপী হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথে অন্তসত্ত্বা গৃহবধু হেপী হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ছয় মাসের অনত্মসত্ত্বা গৃহবধু হেপী বেগম হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ৷ বিশ্বনাথ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট বিশ্বনাথ শাখার সহযোগিতায় বুধবার বিকেলে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷
আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট বিশ্বনাথ শাখার সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ’র সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রথমআলো বন্ধুসভার সাধারণ সম্পাদক নবীন সোহেল ও জেলা তরুন লীগ নেতা আবদুল বাতিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত হেপী বেগম’র পিতা ওয়ারিছ আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন বিশ্বনাথ শাখার সভাপতি ছয়ফুল হক, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ শাখার সভাপতি আবদুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রথম আলো বন্ধুসভার সভাপতি ডাঃ প্রবীর কান্তি দে পিংকু, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সহ সভাপতি সোহেল বাদশা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সহ সভাপতি নাঈম আহমদ, ব্যবসায়ী বাবুল মিয়া, ফরিদ উদ্দিন, ছাত্রলীগ নেতা ছাদেক মিয়া, রাজা মিয়া, সংগঠক আবদুল কাইয়ুম ও সেবুল মিয়া ৷
এসময় উপস্থিত ছিলেন রামাপাশা ইউপি মেম্বার নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুরমান খান, শ্রীধরপুর গ্রামের আবদুল মুমিন, জাহেদ খান, আজমল খান, তাজেক আলী, জাহান আলী, নোমান আহমদ, রাহেল আহমদ, সেবুল মিয়া, শুকুর আলী, গিয়াস উদ্দিন, সুমন মিয়া, হানিফ আলী, আবু-বক্কর, হানিফ শিকদার, লায়েক আলী, রফিক মিনহাজ, জাবেদ আহমদ, আল-আমিন, মখলিছ আলী, রায়হান আহমদ, ইশ্বার্দ আলী নাজিম উদ্দিন ও দুদু মিয়া প্রমুখ ৷
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারী সকালে উপজেলার চান্দশিরকাপন গ্রামে অন্তসত্ত্বা গৃহবধু হেপি বেগম’র লাশ ঝুলন্ত অবস্থার উদ্ধার করে পুলিশ ৷ এঘটনার ৪ দিন পর নিহতের মা ফাহেমা বেগম বাদি হয়ে হেপি বেগমের স্বামী-শ্বশুর-শ্বাশুড়িসহ ৭ জনকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন৷ মামলা নং ২২ (তারিখ ১৭/০২/২০১৬ ইংরেজি)৷