সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
মহালছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক পন্থী আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পাহাড়ি ও বাঙ্গালী সম্প্রদায়ের দুস্থ, গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়। আজ সোমবার ২৮ ডিসেম্বর সকাল ১১ টায় মহালছড়ির ব্রিজপাড়াতে এ কম্বল বিতরন করা হয়। এ সময় ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা ইউনিট পরিচালক ইতু চাকমা ও এমএন মারমা পন্থী জেএসএস এর খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, সহ সভাপতি সঞ্জীবন চাকমা (সমর), সাধারণ সম্পাদক সন্তোষ ময় চাকমাসহ স্থানীয় গান্যমান্য ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মহালছড়ি ইউনিট পরিচালক ইতু চাকমা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণতান্ত্রিক ইউপিডিএফ এর জন্ম হয়। ইউপিডিএফ জন্মলগ্ন থেকেই গণতান্ত্রিক পন্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রসিত গ্রুপের ইউপিডিএফ এর অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কার্যকলাপ গণতান্ত্রিক ইউপিডিএফ কখনোই বরদাশত করবেনা। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ জনগণকে সাথে নিয়ে যেভাবেই হোক প্রতিহত করবে।
তিনি সবশেষে গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রতি আস্থা রেখে সকলকে সহযোগিতা করার আহবান জানান।
জাতীয় জলাতঙ্ক নিমূর্ল কর্মসূচির লক্ষ্যে মহালছড়িতে অবহিতকরণ সভা
মহালছড়ি :: বাংলাদেশ থেকে জলাতঙ্ক নিমূর্লের লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২০ উপলক্ষে মহালছড়ি উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ধনিষ্টা চাকমার সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর সুরেশ চাকমার সঞ্চালনায় এবং রবিউল ইসলামের স্লাইড শো প্রদর্শন ও উপস্থাপনার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত।
আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া, মহালছড়ি উপজেলার প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা শ্রুতি চাকমা, খাগড়াছড়ি জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচির আলোকে আগামী ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী পর্যন্ত ব্যাপক হারে মহালছড়িতে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচি চালানো হবে বলে অবহিত করা হয়।
আলোচনা সভায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ধনিষ্টা চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন ইউএনও প্রিয়াংকা দত্ত, প্রাণী ও পশু সম্পদ কর্মকর্তা শ্রুতি চাকমা এবং জেলা শিক্ষা কর্মকর্তা।
উল্লেখ্য, ২০১৬ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা শতকরা ৯০ ভাগ কমিয়ে আনা এবং ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রন এবং নির্মূল কর্মসূচি চালু রয়েছে।