মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » চিনিকল বন্ধে সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
চিনিকল বন্ধে সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার :: গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকল বন্ধে সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে ২৯ ডিসেম্বর মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড এম.এ মতিন মোল্লা, মাসুদুর রহমান মাসুদ, জেলা নেতা অ্যাড. আশরাফ আলী, কামরুল ইসলাম, রত্না রাণী প্রমুখ।
বক্তারা বলেন, মহিমাগঞ্জ সুগার মিলস্ কোনভাবেই বন্ধ করা যাবে না। বন্ধ এই মিলকে আধুনিকায়ন করে পুনঃরায় চালু করতে হবে। সেইসাথে বক্তারা মিলটি চালুর জন্য সকল আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।