মঙ্গলবার ● ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে ঝালকাঠি জেলা প্রশাসকের মতবিনিময়
মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে ঝালকাঠি জেলা প্রশাসকের মতবিনিময়
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আজ ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে মাদক সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও ইউএনও মোক্তার হোসেন। মঠবাড়ি মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, মামুনুর রশিদ, ডেজলিং তালুকদার, তরিকুল ইসলাম তারেক প্রমুখ।
রাজাপুরে দেড় বছরের শিশু রেখে মায়ের পালানোর অভিযোগ
ঝালকাঠির রাজাপুরে পায়খানার মোকাম বিহীন শিশু জন্ম নেয়ায় ফেলে রেখে তার মা নাসরিন বেগম (২০) ঘরের মূল্যবান মালামালসহ নগদ টাকা-পয়সা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগইরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নাসরিনের শ্বশুর মো. তৈয়ব আলী হাওলাদার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। নাসরিন বেগম উপজেলার কেওতা গ্রামের আব্দুল লতিফের মেয়ে ও জগইরহাট গ্রামের তৈয়ব আলীর পুত্রবধু। নাসরিনের শ্বশুর মো. তৈয়ব আলী হাওলাদার অভিযোগে জানায়, তিন বছর পূর্বে কেওতা গ্রামের আব্দুল লতিফের মেয়ে নাসরিনের সাথে তার ছেলে মো. রবিউল হাওলাদারের বিবাহ হয়। দেড় বছর পূর্বে নাসরিনের কোল আলো করে একটি কন্যা সন্তান জন্মগ্রহন করে। কিন্তু পায়খানার মোকাম বিহীন হওয়ার দায় স্বামীর ওপর চাপিয়ে এ নিয়ে প্রায়ই কথা কাটাকাটি করতো নাসরিন। ঘটনার দিন সোমবার সকালে ঘরে কেই না থাকায় ঘরের মূল্যবান মালামালসহ নগদ টাকা-পয়সা নিয়ে কাউকে কিছু না বলে দেড় বছরের শিশু সন্তান রেখে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরে মঙ্গলবার তার বাবার বাড়িতে খোঁজ মিললেও না এসে উল্টো তৈয়ব আলীসহ তার পরিবারকে মিথ্যা মামলা জড়িয়ে হয়রানির হুমকি দেয় নাসরিন। তৈয়ব আলী নিরুপায় হয়ে পুলিশের আশ্রয় নেয়। এ ব্যাপারে অভিযুক্ত নাসরিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার স্বাক্ষাত পাওয়া যায়নি। রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।