বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন
চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরের লেবু চাষী হাবুল এখন সুখে দিন কাটাচ্ছেন। এক সময় চাটমোহরে কেবল দেশী লেবু চাষ হলেও বর্তমান উন্নত বিভিন্ন জাতের লেবু চাষ হচ্ছে। লেবু চাষী হাবুল জানান, ভাল দাম ও ফলন পাওয়ায় চাটমোহরে চায়না-৩, থাইসহ বিভিন্ন উন্নত জাতের লেবু চাষ বাড়ছে।
দোলং গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে লেবু চাষী হাবিবুর রহমান হাবুল জানান, জীবন জীবিকার তাগিদে লেবুর ব্যবসা করতাম। নাটোরের হালসাসহ দূর দূরান্তের জেলা উপজেলা থেকে লেবু কিনে চাটমোহরে এনে বিক্রি করতাম। এটি ২০১৬ সালের কথা। বিভিন্ন এলাকার মানুষের লেবু চাষ দেখে আমার ও ইচ্ছা জাগে লেবু চাষের। শুরু করি চায়না-৩ জাতের লেবু চাষ। তার পরে আর পেছন ফিরে তাকাতে হয় নি আমাকে। হাবুল আরো জানান, কৃষকদের লেবু চাষ দেখে এবং এটি লাভজনক হওয়ায় আমিও লেবু চাষে আগ্রহী হই। নাটোর সদর উপজেলার হালসা গ্রামের ছবুর ভাই এর পরামর্শে ২০১৬ সালে ৩৮ টাকা করে চায়না-৩ জাতের ২’শ লেবুর কলম কিনে আনি। বাড়ির পাশে ১৪ শতক জমিতে লেবু চাষ শুরু করি। তখন আমাদের এলাকায় চায়না-৩ জাতের লেবু চাষি তেমন আর কেউ ছিল না। ৬ মাসের মধ্যে আমার লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে। এলাকার লোকজন গাছে প্রচুর লেবু ধরা দেখে অনেকটা আশ্চর্য হয়ে যায়। প্রথম বছরেই ছোট ছোট গাছ থেকে ১৫ হাজার টাকার কলম ও ৬০ হাজার টাকার লেবু বিক্রি করি। ২০১৭ সালের শেষ দিকে বছরে ১০ হাজার টাকা হিসাবে বোঁথড় গ্রামে দেড় বিঘা জমি লীজ নিয়ে সেখানেও লেবু চাষ শুরু করি। বর্তমানে ২ বিঘা জমিতে লেবু চাষ করছি। ২০১৮ সালে ২২ হাজার টাকার লেবুর কলম ও ১ লাখ ১০ হাজার টাকার লেবু বিক্রি করি। ২০১৯ সালে লেবুর দাম কমে যায়। ২০২০ সালে পুর্ণ উৎপাদন শুরু হয়। বর্ষা কালে পূর্ণ মৌসুমে ২০ টাকা কেজি দরেও লেবু বিক্রি করি। পরে বাজারে দেশী পাতি লেবুর সরবরাহ কমে গেলে আবার চায়না-৩ জাতের লেবুর দাম বেড়ে যায়। এ বছরে ১ লাখ ৭০ হাজার টাকার লেবু ও ৯০ হাজার টাকার কলম বিক্রি করেছি। করোনা কালীন সময়ে ছেলে-মেয়ে নিয়ে এখন সুখে দিন কাটাচ্ছি। আমার দেখাদেখি এলাকার আরো অনেকে এই লেবু চাষ শুরু করেছেন এবং তারাও এর সুফল পাচ্ছেন।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ জানান, ভিটামিন সি সমৃদ্ধ ফল লেবু ক্যান্সার প্রতিরোধ, পাকস্থলীকে সুস্থ্য রাখা, ক্ষত সাড়াতে, হাইপার টেনশন দূর করতে, ওজন কমাতে সহায়তা করে। এ ছাড়া লেবুর শরবত প্রশান্তিদায়ক। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, মুখের তৈলাক্ত ভাব দূর করা, মানব দেহের পিএইচ নিয়ন্ত্রণ করতে, মুখের দুর্গন্ধ দূর করাসহ অনেক ক্ষেত্রে লেবু কার্যকরী ভূমিকা রাখে।